দ্রোহ অনলাইন ডেস্ক
পদ্মা সেতুর ৩৩তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় চার হাজার ৯০০ মিটার দৃশ্যমান হয়েছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, সোমবার বেলা ১২টায় ৩ ও ৪ নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানো হয়। এর ফলে সেতুর ৪ হাজার ৯০০ মিটার দৃশ্যমান হল। তিনি বলেন, “চলতি মাসে ২৫ অক্টোবর ৩৪ তম এবং ৩০ অক্টোবর ৩৫ তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।
যে আটটি স্প্যান রয়েছে তা চলতি বছরের মধ্যেই খুঁটিতে বসানোর টার্গেট নিয়েই কাজ চলছে। এখন স্প্যানও প্রস্তুত তাই খুঁটিতে বসিয়ে দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।”
মোট ৪২টি পিয়ারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে দ্বিতল এই সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। ৩০ হাজার কোটি টাকার সেতুর ওপর দিয়ে একই সঙ্গে ট্রেনও চলবে।
মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’। দেশের দীর্ঘতম এই সেতুর নির্মাণকাজ ২০২১ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।