ইবিতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

0
150
DROHO 19-10-2020-H-P-7

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে পড়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের পঞ্চম তলা থেকে মনিরুল ইসলাম (২৫) পরে যায়। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

নিহত শ্রমিক কুষ্টিয়ার হরিনারায়ণপুর উপজেলার মন্ডলপাড়ার খাইরুল ইসলামের ছেলে।

প্র্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের পঞ্চম তলায় সাথিদের সাথে কাজ করছিলেন মনিরুল ইসলাম। হঠাৎ ভবনের নিচে পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই সে মারাযায়।

ইবির প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল বলেন, হয়তো বেখেয়ালি হয়ে ওই শ্রমিক কাজ করছিলেন। তা না হলে পঞ্চম তলার মেঝে থেকে কীভাবে পড়েন তিনি?

ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।