ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন

0
158
DROHO-25-P-9
শিক্ষক জিয়া রহমান

দ্রোহ অনলাইন ডেস্ক

টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটি মামলার আবেদন হয়েছে।

রবিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে দুই মামলার আবেদন করা হয়। বিচারক আসসামছ জগলুল হোসেন মামলা গ্রহণের বিষয়ে কোনো আদেশ দেননি।

ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক জিয়ার বিরুদ্ধে একটি মামলার আবেদন করেছেন মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম। আর ইমরুল হাসান নামের এক আইনজীবী অপর আবেদনটি করেছেন।

এর আগে বৃহস্পতিবার জিয়া রহমানকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিস পাঠিয়েছিলেন মুহম্মদ মাহবুব আলমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ শেখ ওমর শরীফ।