যশোরে গলাকেটে কাঠ ব্যবসায়ীকে হত্যা

0
138
DROHO-25-P-13
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরের ভৈরব নদ থেকে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঘোনা এলাকায় ভৈরব নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গোলাম মোস্তফা (৫৫) সরদার বাগডাঙ্গা গ্রামের পাচু মন্ডলের ছেলে বলে নিহতের ছোট ছেলে হাবিবুর রহমান শনাক্ত করেছেন। নিহত মোস্তফা লগ কাঠের ব্যবসা করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, কৃষকরা ক্ষেত থেকে মূলা তুলে নদে পরিষ্কার করতে গিয়ে কচুরিপনার নিচে চাপা দেওয়া মরদেহ দেখে পুলিশে খবর দেন।

নিহতের বড় জামাই মেহেদী হাসান সবুজ এবং প্রতিবেশী নূর ইসলাম জানান, শনিবার বিকেল ৫টার দিকে তিন পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ‘তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।’

মেহেদী আরো বলেন, তার শ্বশুরের তেমন শত্রু নেই। কাঠের ব্যবসা নিয়ে কিছু পাওনাদার আছে। তিনি শ্রমিকদের দেওয়ার জন্য শনিবার ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন।

যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।