বিষক্ত মদপানের খোকসাসহ কুষ্টিয়ায় ৩ যুবকের মৃত্যু

0
447
ripon-droho-28-p1
নিহত রিপন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিষাক্ত মদ পান করে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি সে হৃদরোগে আক্রান্ত মারা গছে। জেলার মিরপুর ও সদর উপজেলায় আরো দু’জনের মৃত্যু হয়েছে

জানা গেছে, শারদীয় দূগা প্রতিমা বিষর্জনের দিন উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার রিপন ঘোষ ও তার বন্ধুরা দেশী তৈরী মদ পান করেন। পর দিন মঙ্গলবার দুপুরে সে (রিপন) অসুস্থ হয়ে পরে। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে গভীর রাতে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার মৃত্যু হয় কুষ্টিয়া থানা পুলিশ রিপনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত রিপন খোকসা কালীবাড়ি পাড়ার ভবেশ ঘোষের ছেলে। সে দুই সন্তানের জনক। নিহতের কাকা রাজকুমার ঘোষ জানান, তার ভাতিজা রিপন পূজার দিন কিছু একটা খেয়েছিল। মঙ্গলবার সে সারা দিন নিজের পরিবারের সাথে সময় কাটায়। সন্ধ্যায় গ্যাসের সমস্যা দেখা দেয়। রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে খোকসা ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

বিষক্ত মদপান করে সদর উপজেলার বড়আইলচারা গ্রামের অনিক বিশ্বাস (২১) ৩ মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের নিতাই বিশ্বাস (৩৫) সদও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সদর হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে নিতাই বিশ্বাসকে মঙ্গলবার রাত ১২টার দিকে হাসতাপালে ভর্তি করা হয়। এরপর অনিক বিশ্বাসকে বুধবার ভোর ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোর পৌনে ৫টার দিকে রিপনকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন যুবকই মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে কুষ্টিয়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হবে। এখানে পুলিশ অন্য কিছু দেখছে না।