দ্রোহ অনলাইন ডেস্ক
ঝিনাইদহের শৈলকুপায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করে সন্ত্রাসী হামলার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে একটি অসহায় পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামের ৮ম শ্রেণির এই স্কুল ছাত্রীকে একই এলাকার কতিপয় উচ্ছিংক্ষল যুবক উত্যক্ত করে আসছিল। ভুক্তভুগি ছাত্রীর বাবা ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে যুবকরা। পরিবারটির উপর শুরু করে নির্যাতন। এক পর্যায়ে বাধ্য হয়ে পরিবারটি গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। বিচার প্রত্যাশিত অসহায় বাবা ঘুড়ছেন দ্বারে দ্বারে ।
যুবকদের উচ্ছ্রিক্সক্ষতার শিকার ছাত্রী বাবা জানান, গ্রামের আলা হুজুরের ছেলে আসিফ, কালামের ছেলে শামীম, মোস্তর ছেলে সোহান ও মোতালেব এর ছেলে ইমন তার ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছে। গত বৃহস্পতিবার সন্ধায় তার স্ত্রী বাড়ীর পাশে ১টি বাড়ী থেকে পানি আনতে গেলে লম্পটরা বাড়ীতে ঢুকে তার মেয়েকে অপহরণ করার চেষ্টআ চালায়। পরিবারের লোক দেখে ফেলায় তারা পালিয়ে যায়।
এ বিষয়ে আলা হুজুর ,কালাম মোতালেবের কাছে অভিযোগ করতে গিয়ে পরেছে আরো বিপদে। এইসব অভিভাবকরা বাড়ীঘর পুড়িয়ে দেওয়াসহ হত্যার হুমকী দেয়। এ ঘটনার পর থেকে তিনি স্বপরিবারে পালিয়ে বেড়াচ্ছেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বলেন, এ বিষয়ে তার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।