স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় ইসলামী আন্দোলন এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটাক্ষ করা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে দলটি এ মানববন্ধন ও বিক্ষোভ করেছে। দুপুরে কালীবাড়ি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ কারীরা খোকসা বাস ষ্ট্যান্ডে এসে মানববন্ধন করে। পরে এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির জেলা সভাপতি আহম্মদ আলী, আব্দুল্লাহ ফারুকী, রাবিক, এনামূল হক প্রমুখ। অনুষ্ঠানে সভপতিত্ব করেন খোকসা থানা ইসলামী আন্দোলনের সভাপতি আয়ুব আলী খান।