সালিশি বৈঠকে মুক্তিযোদ্ধা খুন

0
169
MUKTIJA-DROHO-31-P2

দ্রোহ অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের বাসাইলে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় এক মুক্তিযোদ্ধা খুন হয়েছেন।

শুক্রবার বিকালে উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে এ ঘটনা ঘটে। এ হামলায় নিহত মুক্তিযোদ্ধার নাম আব্দুল লতিফ (৭০) বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ।

তিনি জানান, চাচতো ভাই আবু খানের সঙ্গে পুকুরে মাছ চাষ সংক্রান্ত বিরোধের জেরে সালিশে বসেন মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। এতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা লতিফের উপর হামলা করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পরেন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে রাতেই সেখানে তার মৃত্যু হয়।