যশোরে পাওনা টাকা চাইতে গিয়ে কারচালক খুন

0
151
MEDER-Droho03-11-20-P10
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরে গহনা বিক্রির টাকা চাইতে গিয়ে প্রাইভেট কারের চালক খুন হয়েছেন। আহত হয়েছে তার ছেলে।

হতাহতের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা রোড বাঁশতলা স’মিল এলাকায়। ছুরিকাঘাতে নিহত হয়েছেন কার চালক আব্দুল কুদ্দুস (৪৬)। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে বিপ্লব হোসেন (২৭)। নিহত কুদ্দুস নওদা গ্রামের বিহারী ক্যাম্প মোড়ের কাটি খানের ছেলে।

নিহতের স্ত্রী বালিকা খাতুন জানিয়েছেন, ঢাকা রোড এলাকার সেলিম হোসেনের কাছে কয়েকমাস আগে ৪০ হাজার টাকা বাকিতে গহনা বিক্রি করেন বিপ্লবের স্ত্রী বৃষ্টি খাতুন। কিন্তু টাকা পরিশোধে টালবাহানা করতে থাকে সেলিম। ঘটনার দিন সন্ধ্যায় আব্দুল কুদ্দুস ও ছেলে বিপ্লব পাওনা টাকা চাইতে সেলিমের বাড়িতে যান। এসময় উভয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দেনাদার সেলিম ও লিচু বাগান এলাকার স¤্রাট তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা বাবা-ছেলেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন। পরে চিকিৎসাধিন অবস্থায় আব্দুল কুদ্দুস মারা যান।

জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আব্দুর রশিদ জানান, বাবা-ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের ভর্তি করে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে একজন মারা যান।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) আবু হেনা মিলন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পাওনা টাকা চাওয়া নিয়ে গোলযোগের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা-ছেলে হতাহতের ঘটনা ঘটেছে। হামলাকারী সেলিম ও স¤্রাটকে আটকে জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।