খোকসায় মোস্তফা আজাদ স্মরণে শোক পালিত

0
170
AZAD-droho-11-11-2020-p-10

স্টাফ রিপোর্টার

খোকসা বাজারের প্রবীন ব্যবসায়ী মোস্তফা আজাদ (আজাদ সাহেব)এর স্মরণে ব্যবসায়ীরা শোক পালন করেছেন।

বুধবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজলা সদরের প্রধান বাজারের প্রায় ৯শ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে এ সময়ে শুধু মাত্র জরুরী ওষুধ ও কাঁচা বাজার খোলা ছিল।

গত সোমবার সকালে খোকসা বাজারের প্রবীন ব্যবসায়ী মোস্তফা আজাদ রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান। ওই সন্ধায় উপজেলার মালিগ্রাম কবর স্থানে চাচা-চাচি ও নানির কবরের পাশে তাকে সমাহিত করা হয়।