কুষ্টিয়ায় হত্যা মামলায় ২ যুবকের যাবজ্জীবন

0
142
adluat-Nural-droho-12-11-2020-p-6

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে পাওনা টাকার নিয়ে দন্দ্বের জেরে এক ব্যক্তিকে খুনের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালন। একই সাথে সাজা প্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে এই আদালত।

বুধবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ড প্রাপ্তরা হলেন- কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের কফিল উদ্দিন শেখের ছেলে আছন আলী শেখ (৩০) এবং লাহিনী পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম উদ্দিন (৩৫)। সাজাপ্রাপ্তদের মধ্যে সেলিম উদ্দিন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ অক্টোবর রাতে কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে আতিয়ার রহমানকে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গলা কেটে হত্যা করে আসামিরা। পরে পার্শ্ববর্তী ধর্মপাড়া গ্রামের মাঠে তার মরদেহ ফেলে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ২৪ অক্টোবর কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে বুধবার আসামি আছন আলী শেখ ও সেলিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদ- দেন আদালত। একই সাথে আসামি রেজাউল ওরফে রেজার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।