রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দির গ্রামে কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বাংলা একাডেমি, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকীতে মহুমের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার ও মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা শেখ ফয়সল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার আহমেদ সালেহীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, নবাবপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন আলী, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী আমীর প্রমুখ।
উল্লেখ্য, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে মীর মশাররফ হোসেন জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন।