শৈলকুপা প্রতিনিধি
সদ্য ঘোষিত আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে উপ-আইন বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট ইনামুল হোসাইন সুমন।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ। সুমনের বাড়ি শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
সম্মেলনের প্রায় ১ বছর পর শনিবার যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।
যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে অ্যাডভোকেট ইনামুল হোসাইন সুমন উপ-আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।