দ্রোহ স্পোর্টস ডেস্ক
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো প্রকাশিত তালিকায় বিশ্বের সেরা ২০ নারী ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ দলের মুর্শিদা খাতুনের নাম উঠে এসেছে। তিনি কুষ্টিয়ার খোকসার মেয়ে।
আগামী এক দশক ক্রিকেট দুনিয়া শাসন করবেন সম্ভাবনাময়ী এই ২০ জন নারী ক্রিকেটার।
বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার মুর্শিদা খাতুন সেই তালিকায় জায়গা করে নিয়েছেন। বিশ্বের নামকরা খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকারদের মতামতের ভিত্তিতেই নির্বাচন করা ভবিষ্যতের তারকা নারী ক্রিকেটারের এই তালিকা তৈরি করেছে ক্রিকইনফো।
২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলে অভিষেক হয় মুর্শিদার। এ পর্যন্ত দেশের হয়ে খেলেছেন পাঁচ ওয়ানডে ও ১০ টি ২০। গত ফেব্রুয়ারিতে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে ৩৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি।
এছাড়া নারী বিশ্বকাপে ভারতের বিপক্ষে করা ২৬ বলে ৩০ রানের ইনিংস তাকে চিনিয়েছে আলাদা করে। আগামীতে নারী ক্রিকেট শাসন করবেন এমন একটি তালিকায় জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী মুর্শিদা। এই তরুণীকে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পদ বলে আখ্যা দিয়েছে ক্রিকইনফো। এই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার পাঁচজন, চারজন ভারতীয়, তিনজন ইংলিশ ক্রিকেটার। এছাড়া দু’জন করে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের এবং একজন করে শ্রীলংকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের।
কুষ্টিয়ার খোকসার থানা পাড়ায় কাজী গোলাম মোস্তফার মেয়ে মুর্শিদা খাতুন। আত্মপ্রচেষ্টা ও স্থানীয় ক্রিকেটারদের একান্ত অনুপ্রেরণায় মুর্শিদার ক্রিকেটার হয়ে ওঠা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের উদীয়মান ক্রিকেটার মুর্শিদা খাতুন নাম বিশ্বের সেরা ২০ প্রভাবশালী নারী ক্রিকেটারের তালিকায় ওঠায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।
তাদের মধ্যে সাপ্তাহিক দ্রোহ পরিবারের পক্ষ থেকে সম্পাদক, খোকসা প্রেসক্লাব, খোকসা যুব সংঘ উল্লেখ যোগ্য।