রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার রোধে মানববন্ধরন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে প্রেসক্লাবের সামনে জেলার সাবেক ছাত্রলীগ, যুুবলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি কারীদের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাবেক নেতা এস, এম, মনিরুল ইসলাম (মঈন), জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শিহাব আহমেদ, মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি আলামিন বিশ্বাস (নয়ন) প্রমুখ।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।