চুয়াডাঙ্গায় নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার

0
175
Chadana-Droho-4-p8
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নিখোঁজের দুই মাস পর কচুরীপানা মগ্ন ডোবা থেকে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে একটি ডোবা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে গ্রামের কাতব আলীর ছেলে আলমগীর হোসেন (২৭) এর কঙ্কাল হতে পারে।

দুই মাস আগে নিখোজ আলমগীরের পরিবারের সদস্যরা কঙ্কালের সঙ্গে পাওয়া পোশাক দেখে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন বলে পুলিশ জানিয়েছে।

আলমগীরের বাবা কাতব আলী জানান, গত অক্টোবর মাসের ১০ তারিখ থেকে তার ছেলে আলমগীর হোসেন নিখোঁজ ছিলেন। ওই ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, খাদিমপুর গ্রামের একদল কিশোর ডোবায় মাছ ধরতে গিয়ে কঙ্কালের সন্ধান পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

কঙ্কালের সঙ্গে থাকা কাপড় দেখে প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া গেছে। তবে চূড়ান্তভাববে নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।