রাজধানীর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

0
125
Chak bager-DROHO-11-P1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর চকবাজারে একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে চকবাজারে নোয়াখালী ভবনে আগুনের সুত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমে কর্তব্যরত অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৭টি ইউনিট যোগ দেয়। তারা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম।

এ রিপোট লেখা পর্যন্ত হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি। অগ্নিকান্ডের কারণ জানাতে পারেনি ওই কর্মকর্তা।