খোকসায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর মতবিনিময় সভা

0
152
KHOKSA-AL-DROHO-13-P6

স্টাফ রিপোর্টার

খোকসা পৌরসভার আসন্ন নির্বাচন সামরেখে সনাতন ধর্মালম্বী ভোটারদের সাথে মতবিনিময় করলেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী।

রবিবার বিকালে খোকসা কাড়িপূজা মন্দির কমিটির উদ্যোগে নাটমন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভপতি সাবেক অধ্যাপক সুপ্রভাত মালাকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী সদর উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম তারিক।

মতবিনিময় সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জ্যোতিম্ময় পাল, কার্তিক চন্দ্র বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, প্রতাপ আদিত্ব প্রমুখ।