বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ সভাপতিসহ আটক তিন

0
161
Kumarkhali droho-19-p1
যুবলীগ সভাপতিসহ আটক তিন

কুষ্টয়িা প্রতিনধিি

কুষ্টয়িার কুমারখালীতে ব্রটিশি বরিোধী আন্দোলনের বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কয়া ইউনয়িন যুবলীগরে সভাপতি আনসিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলশি। এ ঘটনার সাথে জড়তি আরও একজন পালাতক রয়েছে।

BAGHA-JUTIB-KUSHTIA-DROHO-18-P1
দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্থ ভাস্কর্য

কুষ্টয়িার পুলশি সুপার এস এম তানভীর আরাফাত জানান, কলেজ কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে বর্তমান সভাপতরি সঙ্গে স্থানীয় একটি গ্রুপের মতবিরোধের জের ধরে দুর্বৃত্তরা ভস্কর্যটি ভাংচুর করে।  বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কয়া ইউনয়িন যুবলীগ সভাপতি েআনিসুর রহমানের  নেতৃত্বে চারজনের একটি দল বাঘা যতীনের ভার্স্কয ভাঙচুর কররে, রাতে আঘাতরে শব্দ শুনে নৈশ প্রহরী খললিুর রহমান বেড়িয়ে আসে। এ সময় দুটি মোটর সাইকলেে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার সকালে কয়া রায়ডাঙ্গা গ্রামরে মহির উদ্দিনের ছেলে আনিস (৩২), একই গ্রামরে শাহাব উদ্দিনের ছেলে হৃদয় (২০) ও সবুজ (২৩) কে পুলিশ আটক করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত বাচ্চু নামের আনসিরে আরেক সহযোগী পালাতক রয়েছে।

কুমারখালী থানার অফসিার ইনর্চাজ মজবিুর রহমান জানান, পলাতক বাচ্ছুকে  গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাঘা যতীনরে ভাস্কর্য ভাঙচুররে ঘটনায় কয়া মহাবদ্যিালয়ের অধ্যক্ষ হারুন অর রশিদ শুক্রবার রাতে কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।