কুষ্টিয়া ভাস্কর্য ভাঙার পরিকল্পনাকারী যুবলীগ নেতাকে বহিষ্কার

0
154
kushtia-jub-al-DROHO-19-P4
যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার মূল পরিকল্পনাকারী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা যুবলীগের দফতর সম্পাদক মনোয়ার হোসেন তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, শনিবার বিকালে কুমারখালী উপজেলা যুবলীগের এক জরুরী সভায় রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে ওই যুবলীগ নেতাসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়ডাঙা গ্রামের মহিউদ্দিনের ছেলে আনিসুর রহমান আনিস (৩৫), তার ক্যাডার শাহাবউদ্দিনের ছেলে হৃদয় আহমেদ (২০) ও একই উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০)।

ওই যুবলীগ নেতার সঙ্গে কয়া মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটেছে।