কুষ্টিয়ায় তিন কাউন্সিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

0
140
KUSHTIA-PURO-DROHO-30-P3
কুষ্টিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন কাউন্সিলর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

মনোনয় প্রত্যারের শেষ দিন মঙ্গলবার এসব ওয়ার্ডের প্রার্থীরা নিজের উদ্যোগে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছরের ইতিহাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিরল ঘটনা ঘটল।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ মহিদুল ইসলাম ও ১৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মীর রেজাউল ইসলামের সমর্থনে অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরে যাচাই-বাছাই শেষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। আগে ১৪ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বর্তমান কাউন্সিলর শাহিন উদ্দিন নির্বাচিত হন।