ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলায় গম ক্ষেতে আগাছানাশক ওষুধ স্প্রে করে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে।
জানা গেছে, সদর উপজেলা কুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুর রউফ, আব্দুর রশিদ, আবু বকর ও সাইদুল ইসলামসহ প্রায় অর্ধশত কৃষক গমের জমির আগাছা মারতে একটি কম্পানীর আগাছানাশক ওষুধ স্প্রে করেন। এর কয়েক ঘন্টা পর ক্ষেত গম গাছ মারা যেতে শুরু করে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা ওই কোম্পানীর ওষুধ বিক্রেতা পাগলাকানাই এলাকার ডিলার আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করেন। তিনি কৃষকদের ক্ষেতে হরমোন জাতীয় ওষুধ প্রয়োগের পরামর্শ দেন। কিন্তু গম গাছ পচে নষ্ট হয়ে যায়।
ক্ষতি গ্রস্থ কৃষক আব্দুর রউফ, আব্দুর রশিদসহ অনেকেই উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেছেন বলে জানান। এসব গম চাষীরা ক্ষতিপুরণ দাবি করেছেন।
ডিলার আব্দুল আজিজ জানান, ওষুধ কোম্পানীর পক্ষ থেকে কৃষকদের ক্ষতিপুরণ দেওয়া হয়েছে