দেশে নতুন করে করোনা শনাক্ত ৯৩০ জন

0
106
Corona-compressed-compressed
করোনার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন সংক্রমিত হয়েছে ৯৩০ জন। আর এ সময়ে মারা গেছেন প্রায় ১৬ জন। করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯৯৫ জনে। করোনায় আক্রান্ত হয়ে ৩১৪ জন মৃত্যুবরণ করেছেন।

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন যার মধ্যে ঢাকা মহানগরে ৭ জন রয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ২ জন। মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

ব্রিফিংয়ে দেওয়া তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে সর্বমোট ৪ হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। প্রতিদিন ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হলেও শেষ ২৪ ঘন্টায় ৩৩টি ল্যাবের ফলাফল ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, অন্য ল্যাবগুলো পরীক্ষার ফলাফল পাঠায়নি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যু ঘটনা ঘটে।