প্রকৃতির খেয়ালীপনা

0
353
আমের মুকুল

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। চিরায়ত প্রকৃতিতে এমনই হওয়ার কথা ছিল। কিন্তু প্রকৃতির খেয়ালীপণায় এ বছর পৌষের শেষে, বলা যায় মধ্যশীতে আমের গাছ গুলো মুকুলে ছেয়ে গেছে। খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের পাশের গাছ থেকে ছবিগুলো তোলা।

আম্রমুকুল
আম্রমুকুল