কলারোয়া উপজেলা চেয়ারম্যান রহস্যজনক ভাবে নিখোঁজ

0
257
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীঘের এ নেতা নিখোঁজ হন।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে টেলিফোনে ঝাউডাঙায় ডেকে নেওয়া হয়। সেখান থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চেয়ারম্যানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারাও উপজেলা চেয়ারম্যানের অবস্থান জানতে উৎগ্রীব।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, লাল্টু কোথায় আছে তা জানতে চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে তিনি টেলিফোন করেছিলেন। কিন্তু খোজ খবর পাননি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত আমরা লাল্টুকে সঙ্গে নিয়ে কলারোয়ায় নৌকার পক্ষে মিছিল করেছি। এরপর শুনেছেন তাকে নাকি কারা তুলে নিয়ে গেছে।

কলারোয়া থানার ওসি খায়রুল কবির বলেন, শুক্রবার পর্যন্ত এ সম্পর্কে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি।