Y
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রার্থী শেফালী বেগম এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেনের মৃত্যুতে এই উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার উপজেলা নির্বাচন অফিস থেকে প্রয়াত উপজেলা চেয়ারম্যানের স্ত্রী শেফালী বেগমের পক্ষে মনোনয়র ফরম সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন। এসময় ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, নজরুল হোসেন, কামরুজ্জামান জিকু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম. রানাউজ্জামান বাদশা উপস্থিত ছিলেন।
শেফালী বেগম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।