খোকসায় প্রথম করোনা টিকা নিলেন মেডিকেল অফিসার

0
131
আরএমও প্রেমাংশু বিশ্বাস

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে করোনা টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ আরএমও প্রেমাংশু বিশ্বাস টিকার প্রথম ডোজ গ্রহন করেন। শনিবার বিকাল পর্যন্ত উপজেলা ৮১ জন টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেন। তবে প্রথম দিনে মাত্র ৮ জন স্বতস্ফত ভাবে টিকা গ্রহন করেছেন। এদের মধ্যে সাবেক অধ্যক্ষ আলীম রেজা আকু, দুইজন সিনিয়র স্টাফ নার্সসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী রয়েছেন।

রবিবার খোকসায় টিকা প্রদান অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম উপস্থি ছিলেন।

প্রথম ধাপে এ উপজেলায় ৩৯৯ ডোজ টিকা দেওয়ার টার্গেট রয়েছে। শুনবার বিকাল পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে ৮১ জন।