খোকসায় একযোগে টিকা নিলেন সরকারী কর্মকর্তারা

0
160
Taka-khoksa-droho-10-p-1
উপজেলা নিবাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেল - ছবি সংগ্রহ

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা আনুষ্ঠানিক ভাবে টিকা নিলেন।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে গিয়ে এসব কর্মকর্তারা টিকা প্রথম ডোজ গ্রহন করেন।

দেশ ব্যাপী করোনা টিকা শুরুর চতুর্থ দিন বুধবার অনেকটা আনুষ্ঠানিক ভাবেই করোনা টিকা নিয়েছেন উপজেলা নিবাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলীসহ প্রায় একডজন সরকারী কর্মকর্তা ও কর্মচারী। টিকা গ্রহণের সময় এসব কর্মতারা ভি চিহ্ন দেখিয়ে উচ্ছাস প্রকাশ করেন। টিকা গ্রহণের পর অনেক কর্মকর্তা তাদের অফিশিয়াল ও ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জনসাধারনকে ক্যাটাগরি ভিত্তিক টিকা গ্রহনে উদ্বুদ্ধ করেছেন।

মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই শেফা খানম জানান, চতুর্থ দিনে এ কেন্দ্রে সর্বাধিক টিকা প্রদান করা হয়েছে। প্রথম দিন আটজন, দ্বিতীয় দিন ১০ জন, তৃতীয় দিন ছিল ৪৫ জন ও বুধবার দুপুর ২টা পর্যন্ত ৮৬ জন টিকা গ্রহণ করেছেন। তিনি জানন, প্রতিদিন টিকা গ্রহন কারীদের সংখ্যা বাড়ছে। এ দিন পর্যন্ত এ কেন্দ্রে ২৭৮ জন টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন। তাদের কাছে ৩৯৯ ভাওয়েল টিকা এসেছে। যা দিয়ে ১৮৯৫ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকার আওতায় আনা সম্ভব।

টিকা গ্রহনের কয়েক ঘন্টা পর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, তারা একসাথে অনেক কর্মকর্তা টিকা নিয়েছেন। তারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তিনি ক্যাটাগরী ভিত্তিক সবাইকে দ্রুত সময়ের মধ্যে টিকা গ্রহনের জন্য আহবান জানান।