শৈলকুপায় ৯ মামলার আসামী গ্রেফতার

0
140
Shailkupa-criminal-arressted-droho12-p4

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সাজাপ্রাপ্ত ৯ মামলার আসামী তৌহিদুর রহমান শিতল (৩৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার সকালে পৌর এলাকার খালধারপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শিতল ওই গ্রামের মৃত মোসলেহ উদ্দীন এর ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, চেক জালিয়াতি, চাঁদাবাজি ও মারামারির ৯ মামলার আসামী শিতল। এসব মামলার ৩টিতে সে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন সে আইনের চোখ ফাঁকিয়ে দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। শুক্রবার সকালে গোঁপন সংবাদের ভিত্তিতে এসআই শামসুর রহমানের নেতৃত্বে এএসআই শাহাবুদ্দিন (পিপিএম) সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।