মঙ্গলবার, ৬ মে, ২০২৫
Home Blog Page 3

পদ্মা নদীতে টর্নেডোর ভিডিও ফেসবুকে ভাইরাল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি উপচে উপরে আকাশ পানে ওঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও গুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি উপচে আকাশের দিকে উঠে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী।

আরও পড়ুন – মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার

এ ঘটনা ঘটলে স্থানীয়রা আতংকিত হয়ে পড়ে। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, বিকালের দিকে হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশে উঠে যায়। এতে আমরা ভয় পায়। স্থানীয়রা মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেছে। ফেসবুকে ভিডিওটি পোষ্ট করেন অনেকে। ফেসবুকে ভাইরাল হয়েছে কয়েকটি ভিডিও। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন – মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বিকালের দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১০ টার দিকে গ্রামের নলবিলের মাঠ থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী গাড়ামারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, কৃষক মোহাম্মদ আলী বিকালে বাড়ি থেকে নলবিলের মাঠে যায়। রাতে স্থানীয় কৃষকরা তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, আমরা মাঠ থেকে ফেরার সময় দেখি মন্টু মিয়ার ধানের জমিতে মোহাম্মদ আলীর লাশ পড়ে আছে। আমরা লাশ দেখে পরিবারে খবর দিলে তারা পুলিশে খবর দেয়।

আরও পড়ুন – মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার

কৃষক শহিদুল ইসলাম জানান, সোমবার বিকালে গাড়ামারা ও ধোপাবিলা গ্রামের বিলের মাঠে মোহাম্মদ আলীর মৃত দেহ পাওয়া যায়। তবে তার শরীরের অবস্থা দেখে ধারনা করা হচ্ছে বজ্রপাতে মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে কাঁদা ছোড়া ছুটি করার পায়তারা চালাচ্ছে একটি মহল।

আরও পড়ুন – খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে বজ্রপাতে মৃত্যু হয়েছে। তার শরীরে পোড়া দাগ আছে। তবে ময়নাতদন্তে পর সঠিকভাবে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদ্রাসা ছাত্রকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার হুজুর শেখ সাদী (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে, গত সোমবার দিবাগত রাত ৩ টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কালীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার বদর আলীর ছেলে।

পুলিশ জনায়, গত রবিবার দুপুরে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হুজুর শেখ সাদী তার এক হেবজ ছাত্রকে নিজকক্ষে ডেকে নেন। সেখানে শিশু ছাত্রটির উপর যৌন নির্যাতন চালায়। এরপর বিষয়টি ওই ছাত্র বাড়ি গিয়ে তার মাকে বলে। পরে গত সোমবার দিবাগত রাত ১২ টার পরে ওই ছাত্রের মা বাদী হয়ে হুজুরের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় হুজুরকে রাতেই গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন – খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মামলার বাদী ছাত্রের মা বলেন, মাদ্রাসায় দিয়েও সন্তানের নিরাপত্তা নেই। তাহলে কোথায় পড়াব? কিভাবে মানুষ হবে সন্তান? আর যেন কোনো সন্তানের সঙ্গে খারাপ কাজ না ঘটে। সেজন্য থানায় মামলা করেছি। উপযুক্ত বিচার চাই হুজুরের।

আরও পড়ুন – মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

কুমারখালী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিল্লাল হোসাইন বলেন, মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়ন মামলায় শেখ সাদী নামের এক হুজুরকে রাতে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে খোকসা পৌর এলাকার প্রধান বাজারে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন লঙ্ঘন করায় মেসার্স আল রাফিট ট্রেডাসের মালিক মিলন হোসেন কে ২ হাজার টাকা ও সরকার ট্রেডার্সের মালিক মহেশ্বর পোদ্দার কে ২ হাজার টাকা জরিমানা এ ভ্রাম্যান আদালত।

আরও পড়ুন – মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা পাটজাত মোড়ক ব্যবহার না করে পরিবেশ বিরোধী প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী ব্যবহার করছেন। অভিযুক্ত ব্যবসায়ীদের “পাটজাত মোড়ক ব্যবহার (বাধ্যতামূলক) আইন, ২০১০” এর আওতায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন – ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় পাটজাত মোড়কের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মামলা হলেই গ্রেফতার নয়। অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে দায়ের করা মামলার বস্তুনিষ্ঠতা আছে কি না- তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২৮ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা করতে কোনো বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারেন। কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশে মামলা করছে কি না বা মামলার বস্তুনিষ্ঠতা আছে কি না তার খোঁজ নেওয়া হচ্ছে।

আইন উপদেষ্টা বলেন, সারা দেশেই হয়রানিমূলক মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক নয়। আমরা মামলা করায় বাধা দিতে পারি না। মামলা হলেই গ্রেফতার নয়, নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।‎ গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগী, শোবিজ তারকা ও পরিচালকরা।

আরও পড়ুন – ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

এ প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, অভিযোগের বস্তুনিষ্ঠতা না পেলে গ্রেফতার নয়। সারাদেশে হয়রানিমূলক ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক না। কিন্তু আমরা মামলা করতে বাধা দিতে পারি না।

আরও পড়ুন – মঙ্গলবার থেকে সারাদেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা

তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। মামলা হলেই গ্রেফতার নয়।

ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাই ডেস্ক

পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি। রয়টার্স

সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এ ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি-ধমকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। ভারতের এ আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি তিনি।

খাজা আসিফ বলেন, পাকিস্তান উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি বলেন, আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনও হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে।

কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর ভারত ইতোমধ্যে দুই সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে। তবে ইসলামাবাদ এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন – মঙ্গলবার থেকে সারাদেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা

গত ২২ এপ্রিল কাশ্মিরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এ হামলার ঘটনার পর ভারতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।

আরও পড়ুন – পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত। ইতোমধ্যে দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে ভারত।

মঙ্গলবার থেকে সারাদেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এবার তারা সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি দিয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এ শাটডাউন কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ বিজ্ঞপ্তিতে সই করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত আগামীকাল ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে সারা বাংলাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন কর্মসূচি পালন করবে। ছয় দফা না হয় মৃত্যু।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি

** জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন। মামলা বা রিট দায়ের করার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগের জন্য নিয়োগবিধি অনতিবিলম্বে বাতিল করা।

** ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করা।

** উপসহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাস করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। এ পদ সংরক্ষিত করতে হবে। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্রদের ন্যূনতম দশম গ্রেডের বেসিক অর্থাৎ ১৬ হাজার টাকা বেতন দিতে হবে।

** কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষ ও দায়িত্বে থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে দায়িত্ব/নিয়োগ দেওয়া।

** কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সকল নিয়োগ বিধিমালা সংশোধন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল সকল শূন্য পদে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও দক্ষ ল্যাব সহকারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা।

আরও পড়ুন – পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

** ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার গেজেট পাস করতে হবে। বর্তমানে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ সিট নিশ্চিত করা।

আরও পড়ুন – খোকসায় শ্রেণি কক্ষ ও পথে হামলায় আহত দুই ছাত্র হাসপালে ভর্তি

পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজের আট ঘন্টা পর নদী থেকে স্কুলছাত্র মো.আল আমিনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত আটটার দিকে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। আলা আমিন ওই উপজেলার সাহেবনগর গ্রামের মো.আজিজুলের ছেলে। দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় আলামিন।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আলা আমিন কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় সে। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীর ঘটনাস্থলে নেমে উদ্ধার অভিযান চালায়। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিস ডুবুরিদল উদ্ধার অভিযানে নেমে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন – খোকসায় শ্রেণি কক্ষ ও পথে হামলায় আহত দুই ছাত্র হাসপালে ভর্তি

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুর রহমান জানান, নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুন – ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

খোকসায় শ্রেণি কক্ষ ও পথে হামলায় আহত দুই ছাত্র হাসপালে ভর্তি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় খোকসায় স্কুলের শ্রেণি কক্ষে ও বাড়ি ফেরার পথে দফায় দফায় হামলায় আহত দুই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে। এ হামলা আহত হয়েছে দশম শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম (১৪) ও স¤্রাট (১৬)। আহত রাকিবুল রায়পুর গ্রামে জমির উদ্দিনের ছেলে। অপর আহত স¤্রাট ওসমানপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে। আহতদের শিক্ষকরা উদ্ধার করে অভিভাবকদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মামলা হয়নি।

হাসপাতালে চিকিৎসাধীন আহত রাকিবুল জানায়, এদিন তারা দুই বন্ধু ক্লাসে মধ্যে নিজেদের মধ্যে কথা বলছিল। এ সময় তাদের একটি কাঠি একই শ্রেণির তুষারের গায়ে লাগে। এ ঘটনায় ক্লাসের মধ্যে তাদের দুই বন্ধুকে মারপিক করে প্রতিপক্ষের ছাত্ররা। এ ঘটনায় শ্রেণি শিক্ষক আল আমিন হামলাকারি তুষার ও তার বন্ধুদের বিচারের মুখমুখি করে। এ ঘটনার জের ধরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে হামলার শিকার ছাত্রদের উপর তুষার ও তার সমর্থকরা হামলা করে বেধরক পিটায়। পরে স্কুলের শিক্ষকরা আহত ছাত্রদের উদ্ধার করে নিজনিজ অভিভাবকের মাধ্যমে আহত ছাত্রদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে। তারা এ হামসলা জড়িতদের বিচারের দাবি করেন।

অপর আহত ছাত্র স¤্রাটকে ঘুমের ওষুধ দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে। তারা মা স্বপ্না খাতুন জানান, এক বছর আগেও তুষারের নেতৃত্বে এই দুই ছাত্রকে ছুরিকাঘাত করে। সেবার স্কুলের শিক্ষকরা মামলা করতে দেয়নি। এবারেও শিক্ষকরা ওই ছাত্রদের স্কুল থেকে বেড় করে দিতে চেয়েছে। এ ছাড়া বিচারের প্রতিশ্রæতি দেওয়া তারা থানায় যায়নি। তবে তিনি ছেলের উপর হামলা কারীদের বিচারের দাবি করে।

আরও পড়ুন – ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

সহকারী শিক্ষক আল আমিন জানান, তুষার ও তার দলবল প্রথমে ক্লাসের মধ্যে দুই ছাত্রকে মারপিট করে। তিনি যাওয়ার আগেই হামলাকারীরা শ্রেণি কক্ষে বই রেখে পালিয়ে যায়। ক্লাস থেকে তাদের বই এনে স্কুলের অফিসে রাখা হয়। স্কুল ছুটির পর পথে আবাও এই ছাত্রদের উপর তুষার হামলা করে। সেখান থেকে আহত ছাত্রদের উদ্ধার করে অভিভাবকদের কাছে আহতদের তুলে দেওয়া হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির নেতাদের বিষয়টি জানানো হয়েছে। আগামীকাল (মঙ্গলবার)দুই পক্ষকে ডেকে তারা ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন – মিরপুরের ধর্ষীত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কলকরা হয় তিনি ফোন ধরেনি।

ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে দুদক। পরে আদালত শুনানিতে আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত ১০ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পৃথক তিনটি মামলায় ১৩ এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

তিনটি মামলায়ই শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ১৬ জন অভিযোগপত্রভুক্ত আসামি।

আরও পড়ুন –মিরপুরের ধর্ষীত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

জানা যায়, পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুদক। গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো করা হয়।

আরও পড়ুন –  হত্যাচেষ্টা মামলার আসামিকে ছুটির দিনে জামিনের প্রতিবাদে মানববন্ধন 

চার্জশিটে অভিযোগ করা হয়, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্তে¡ও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

সর্বশেষ সংবাদ

প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় চিকিৎসক শারমিন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া, ঘর, জমি, ভাতা দেয়াসহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০...

কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ...

খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

স্টাফ রিপোর্টার জনতার বাধায় গড়াই নদী থেকে অবৈধ বালি উত্তোলকারী ব্যবসায়ীর ড্রেজার ও নৌকা পিছু হটলো। তবে ব্যবসায়ী ও নৌকার মালিকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে...

বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় দুই জন আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার রাতের আঁধারে ওসমানপুর ইউনিয়ন বিএনপির অফিসে টাঙানো দলীয় প্রধানদের ছবিতে অগ্নি সংযোগের ঘটনায় দায়েকৃত মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন...

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

দ্রোহ অনলাইন ডেস্ক গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা...