মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Home Blog Page 15

বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সুস্থ জীবনের স্বপ্ন তিন লাখ টাকায় আটকে গেছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাবা দিনমজুরের কাজ করে। মা গৃহিনী। পরিবারে অভাব, অনটন ও দৈন্যতা তাদের নিত্যসঙ্গী। তবে এ সব দৈন্যদশা কাটিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে মেলে ধরেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আশিকুর রহমান আশিক। স্বপ্ন পড়াশোনা শেষ করে পুলিশ কর্মকর্তা হবেন। দেশ সেবার পাশাপাশি হাল ধরবেন সংসারে। পাজর ভাঙা পরিশ্রম থেকে রেহায় দিবেন বাবা – মাকে।

তবে সম্প্রতি তার শরীরে বাসা বেধেঁছে এক ধরেনের রোগ। চিকিৎসক জানিয়েছে এই রোগকে ‘ প্যারালাইজড ‘বলা হয়। ফলে তার জালে আর ধরা দিলোনা পুলিশ হওয়ার স্বপ্ন। আর এখন অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার বাসনা। প্রতিমাসে অন্তত একবার হলেও থেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু গেল ছয় মাসে অর্থাভাবে একবার নেওয়া হয়নি থেরাপি। ফলে ধীরে ধীরে তাঁর শরীরের ডান হাত, কাঁধ ও ডান পার্শ্ব শক্তি হারাচ্ছে।

আশিক উপজেলার পান্টি ইউনিয়নের তুষার মালিয়াট গ্রামের মো. আরিফুল ইসলামের ছেলে। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাজতত্ত¡ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দুই ভাইবোনের মধ্যে আশিক বড়। ছোটবোন স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা পেশায় একজন দিনমজুর ও মা গৃহিণী। তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই। তার দাদা মৃত কেছমত আলী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কয়েক বছর আগে একখন্ড সরকারি জমিসহ বীর নিবাস নামে একটি পাকা ঘর দিয়েছেন সরকার। সেখানে বাস করেন তারা।

আশিকুরের ভাষ্য, চিকিৎসক তাকে বলেছেন উন্নত চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠবেন তিনি। চিকিৎসার জন্য প্রয়োজন তিন – চার লাখ টাকা। সুস্থ হলে পুলিশ না হোক, অন্তত ব্যাংকের চাকুরি করার প্রত্যাশা তার।

গতকাল দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, জিকে খালের ধারে অবস্থিত বীর নিবাস নামের একটি ছোট্ট ঘর। ঘরের একটি কক্ষের বিছানার উপর বসে অকেজো হাতটি নড়াচড়া করার চেষ্টা করছেন আশিক। তার চোখে মুখে হতাশার চাপ। সুস্থ জীবনে ফিরে আসার আকুতি।

এসময় চবি শিক্ষার্থী আশিক বলেন, ২০২৩ সালের নভেম্বরে একদিন হঠাৎ ডান হাত ও ডান পাশ্বের কিছু অংশ অকেজ হয়ে যায়। তখন চট্টগ্রাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেন চিকিৎসক। উপার্জনের একমাত্র অবলম্ব এইচপি ব্র্যান্ডের ল্যাপটপটি বিক্রি করে পরীক্ষা – নিরীক্ষা করা হয়। পরে চিকিৎসক বললেন, এটি এক প্রকার প্যারালাইজড রোগ। তখন থেরাপির সঙ্গে দামি দামি ওষুধ লিখলেন চিকিৎসক। প্রথম কয়েকমাস ওষুধ সেবন করলাম। কয়েকবার চিকিৎসকের কাছেও গেলাম। তবে অর্থাভাবে গেল ছয়মাস চিকিৎসা বন্ধ আছে।

তিনি আরো বলেন, চিকিৎসক দ্রুত দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে খরচ লাগতে পারে তিন – চার লাখ। চিকিৎসায় বিলম্ব হলে সারা শরীর প্যারালাইজড আক্রান্ত হবার শঙ্কা রয়েছে। তবুও অর্থাভাবে থমকে আছে জীবন ও স্বপ্ন।

আশিকের বাবা আরিফুল বলেন, গরীব মানুষ। খাওয়ার টাকায় নাই। চিকিৎসা হবি কিভাবেন। ছেলে সব সময় মন খারাপ করে ঘরের ভিতরে থাকে। আপনারা এটু সাহায্য করলে ছোয়ালডা বাঁচাতে পারতেন।

সমাজের বিত্তবান ও স্বহৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগীতা চেয়েছেন আশিক ও তার পরিবার। আশিককে সাহায্য পাঠানোর ঠিকানা— ইসলামি ব্যাংক, হিসাবের নাম: আশিকুর রহমান, হিসাব নম্বর: ২০৫০৭৭৭৬৭০৬৪৩৬৯১০, পান্টি শাখা। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নাম্বারেও – ০১৯৭০০২৯৮২৪ (নগদ,বিকাশ) ০১৯৭০০২৯৮২৪৯ (রকেট)।

আরও পড়ুন – খোকসায় শিশু ও বৃদ্ধাকে পৃথক যৌন হয়রানির অভিযোগ

লিখিত আবেদন করলে সাধ্যসত সহযোগীতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

খোকসায় শিশু ও বৃদ্ধাকে পৃথক যৌন হয়রানির অভিযোগ

0

শিশুর ঘটনা পঞ্চাশ হাজার টাকায় রাফা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে এক শিশু ও বৃদ্ধার পৃথক শ্লীলতাহানীর চেষ্টার ঘটনায় গ্রাম্য বিচারের আর্থিক জরিমানা এবং লম্পটদের শারীরিক শাস্তি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধার শ্লীলতাহানীর চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের ও লম্পটকে আটক করা হয়েছে।

স্থনীয়দের সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামে জিকে খালের পশ্চিম পাড়ের এক কৃষি শ্রমিকের ৭/৮ বছরের মেয়েকে ফাঁকা বাড়িতে পেয়ে এলাকার হাফিজ (৪৭) যৌন হয়রানি (পশুবিত্তি চরিতার্থ) করে। এ সময় শিশুটির চাচা ওই লম্পটকে আটক করে। গ্রামবাসী এসে লম্পট হাফিজকে গাছের সাথে বেঁধে মারপিট করে।

এক পর্যায়ে ওসমানপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় একজন মেম্বরের নেতৃত্বে সকালেই গ্রামেই লম্পট হাফিজের বিচার বসানো হয়। ১৫ মিনিটের শোনানির পর শিশুর যৌন নিপীড়নের দায়ে হাফিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে হাফিজকে তার পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার সকাল ১০টার দিকে রায়পুরে যৌন নিপীড়নের শিকার শিশুর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গ্রামে মেম্বরের নেতৃত্বে সালিশের পর শিশুটির পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন। তবে শিশুর যৌন নির্যাতনকারী জরিমানা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন। এ সময় স্থানীয় মেম্বর তোফাজ্জের সাথে দেখা হয়। তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন।

গত শুক্রবার সন্ধায় উপজেলা শিমুলিয়া ইউনিয়নের সিংঘড়িয়া গ্রামে ৫০ বছর বয়স্ক বৃদ্ধা জামাই বাড়ি থেকে ইফতার শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় জহুরুল শেখ ওই বৃদ্ধার উপর যৌন নির্যাতন চালানোর চেষ্টা করে। বৃদ্ধার চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসেন। পর দিন শনিবার সকালে গ্রামের মসজিদের পাশে সালিশী বৈঠক ডাকা হয়।

সাবেক মেম্বর ও বিএনপি নেতা হজ্জরত আলী হজাই এর নেতৃত্বে বৃদ্ধাকে যৌন নিপীড়নের বিচার বসানো হয়। যৌন নির্যতনের ঘটনায় অভিযুক্ত জহুরুলকে শারীরিক ভাবে শাস্তি প্রদান করা হয়। সাথে এমন অভিযোগ আবার পাওয়া গেলে অভিযুক্ত জহুরুল ৫ লাখ টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে বলে মুচলেকা নেওয়া হয়।

এ দিন শনিবার দুপুরের সালিশে নির্যাতনে আহত জহুরুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যৌন নির্যাতনের শিকার বৃদ্ধার দায়ের করা মামলায় শনিবার বিকালে থানা পুলিশ জহুরুলকে আটক করেছে।

ওসমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তোফাজ্জেল হোসেন সাথে কথা বলা হয়। এ সময় তিনি সালিশ করে বাড়ি ফিরছিলেন। তিনি বলেন, ছোট একটি পারিবারিক সমস্যা হয়েছিল। বিষয়টি নিস্পত্তি হয়ে গেছে।

কথিত যৌন নিপীড়ণ দায়ে অভিযুক্ত হাফিজের সাথে দেখা করার জন্য তার বাড়ি ওসমানপুর ব্যাপারী পাড়ায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।

সিংয়ঘড়িয়া গ্রামের বৃদ্ধাকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত জহুলের বাবা আমদ আলী শেখ অভিযোগ করে বলেন, তার ছেলের বিরুদ্ধে গ্রামে সালিশে ৫ লাখ টাকার মুচলেকা দিতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া সাবেক মেম্বর হজ্জরত আলী ও আবু ছালহে নামে দুইজনসহ একাধিক ব্যক্তি শালিসে বৈঠকে তার ছেলেকে বেধর পিটিয়েছেন। পরে ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পুলিশ তার ছেলে আটক করে কোটে পাঠিয়েছে। তিনি সালিশের নামে নির্যাতন ও মামলা প্রত্যাহারের দাবি করেন।

যৌন নিপীড়নের শিকার বৃদ্ধা বলেন, জহুরুল যে অপরাধ করেছে গ্রাম্য সালিশে তার বিচার হয়েছে। তিনি আর মামলা করতে চান নি। পুলিশ মামলা দিয়েছে।

সিংঘড়িয়া বৃদ্ধার যৌন নিপীড়নের ঘটনায় গ্রাম্য সালিশের নেতৃত্বদেওয়া সাবেক মেম্বর হজ্জরত আলী বলেন, তারা সালিশ করেছে। অপরাধীর সাজাও দেওয়া হয়েছে। তার পর পুলিশ কি ভাবে মামলা নিয়েছে তা তিনি বুঝতে পাছেন না।

আরও পড়ুন – আরশি নগর কতদূর

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইমলাম বলেন, সিংঘড়িয়া বৃদ্ধার যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে । ইতোমধ্যেই বৃদ্ধার যৌন নিপীড়ক জহুলকে আটক করা হয়েছে। তবে ওসমানপুরে শিশুর যৌন নিপীড়নের ঘটনাটি তার জানা নেই।

আরশি নগর কতদূর

0

“লালন তোমার আরশি নগর কতদূর আর কতদূর”। আমরা জানিনা লালনের আরশি নগরের ঠিকানা। প্রতিবছরের তম এবারও বসন্তের দোল উৎসবে ছেঁউরিয়ার আখড়া বাড়িতে আরশি নগরের স্বপ্নচারীরা সামীল হয়েছিলেন। গত বৃহস্পতি ও শুক্রবার লালন ধাম থেকে অতিথি ও ভক্তদের ছবিগুলো তোলা।

আরও পড়ুন – বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

আরও পড়ুন –খোকসায় ব্যবসায়ীর উদ্যোগে ইফতার ও দোয়া

খোকসায় ব্যবসায়ীর উদ্যোগে ইফতার ও দোয়া

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসার এক ব্যবসায়ীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ব্যবসায়ী শরিফুল ইসলামের চরপাড়ার নিজ বাড়িতে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী।

আরও পড়ুন – বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

অনুষ্ঠানে রমজানের ফজিলত ও দেশের শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিস্কুটের লোভ দেখিয়ে আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের প্রতিবাদে অভিযুক্ত ওই ব্যক্তির দোকান ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শনিবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দোকানির নাম সাগজত (৫০)। তিনি একই এলাকা থেকে একটি মুদি দোকান চালান। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুর মা জানান, মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে তার ৮ বছরের কন্যা শিশু সাগজতের দোকানে যায়। সসময় তার মেয়ের সাথে তার ৮ মাস বয়সী আরেকটা মেয়ে শিশুও ছিল। তাকে কোলে নিয়ে দোকানের সামনে গেলে সাগজত তাকে বিস্কুটের লোভ দেখিয়ে দোকানের মধ্যে ডেকে নেয়। এরপর ভুক্তভোগী শিশুর কোলে থাকা শিশুকে খাঠের উপর বসিয়ে রাখতে বলেন। তারপর ভুক্তভোগী শিশুটির প্যান্ট খুলে মেয়ের স্পর্শকাতর অঙ্গে একাধিকবার স্পর্শ করতে থাকে। মেয়ে বাড়িতে এসে বিষয়টি জানালে আমি শাশুড়িসহ পাড়া প্রতিবেশী বেশ কয়েকজন মহিলাকে নিয়ে সাগজতের দোকানে যায়। তার কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান। সেসময় সকলে মিলে তাকে গালিগালাজ দিয়ে স্থানীয় ক্যাম্প আইসিকে ঘটনাটি অবহিত করি। সেসময় ক্যাম্প আইসি আমাদেরকে থানায় ও হাসপাতালে যেতে বলেন। এই সব জায়গায় গেলে অনেক টাকা খরচ হবে ভেবে আর যায়নি।

এলাকাবাসী জানায়, সাগজতের বিরুদ্ধে এর আগেও এধরনের অভিযোগ রয়েছে। এর আগের বার ভুক্তভোগী মেয়েটির বয়স ১৪ বছরের হওয়ায় তার দরিদ্র পরিবার লোক লজ্জার ভয়ে বিষয়টি ধামাচাপা দিতে বাধ্য হয়।

এবার ঘটনাটি জানাজানি হলেও এক শ্রেণীর সুবিধাবাদী স্থানীয় নেতাদের চাপে এ ঘটনাটিও ধামাচাপা পড়তে বসেছে। নেতাদের সাথে পুলিশের সখ্যতা রয়েছে। ঘটনার পর এই শিশুর বাবা অভিযুক্ত সাগজতের কাছে গেলে সাগজত ভুল স্বীকার করে মাপ চান। সেসময় মাপ চাইলেও তাকে কয়েকটা ঘুষি মারে শিশুটির বাবা। এরপর থেকে সাগজোত পলাতক রয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই একটি পক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাদের অধিকাংশই একটি বৃহৎ রাজনৈতিক দলের ওয়ার্ড ও ইউনিয়নের পদ প্রত্যাশী।

শিশুটির বাবা বলেন, ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। বাড়ি আসলে আমার স্ত্রী ঘটনাটি আমাকে জানায়। রাত অনেক হওয়ায় পরদিন সকালে আমি সাগজতের দোকানে গিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাই। তিনি ভুল স্বীকার করে মাপ চাওয়ার পর রাগান্বিত হয়ে তাকে তিনটা ঘুষি মারি। তখন আশপাশের লোকজন এসে ঠেকিয়ে দেয়। পরে একজন এসে মোটরসাইকেলে করে তাকে নিয়ে যায়। যাওয়ার সময় বলে, সন্ধ্যার সময় সাথে করে নিয়ে এসে বিচার করবোনে। কিন্তু আমার কোন বিচার করে নাই। আমি গরীব বলে সবাই পাশ কেটে যাচ্ছে।

আরও পড়ুন – খোকসায় সাবেক মেম্বর ও আওয়ামী লীগ দুই নেতা আটক

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, স্থানীয় কিছু শিক্ষার্থী সাগজোত নামের ওই ব্যক্তির টং দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেছে। ভুক্তভোগী পরিবারটি এখনো থানায় কোন অভিযোগ দেইনি। পরিবারটির সাথে কথা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় সাবেক মেম্বর ও আওয়ামী লীগ দুই নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা সাবেক দুই ইউনিয়ন পরিষদের সদস্যকে আটক করেছে।

আটকরা হলেন শিমুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সান্টু শেখ (৪৫) এবং ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম (৪০)।

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ গ্রæপে জানানো হয়, আগের দিন রাত থেকে ১৫ মার্চ পর্যন্ত খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা বাজার ও শিমুলিয়া এলাকা থেকে আসামীদের আটক করে। তাদের খোকসা থানায় বিশেষ ক্ষমতা আইনে ৯ ফেব্রুয়ারি দায়ের কৃত ৪ নম্বর মামলায় আটক করা হয়েছে।

আরও পড়ুন – তামাক ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

আটক আওয়ামী লীগ নেতা মোঃ সান্টু শেখ (৪৫) শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামের মৃত আক্কাস আলী শেখের ছেলে। যুবলীগ নেতা মোঃ জহুরুল ইসলাম (৪০) ওসমানপুর ইউনিয়নের কলপাড়া গ্রামের মৃত আয়েন উদ্দিন শেখ ছেলে।

তামাক ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে তামাক ক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আবদুস সালামের বাড়ির নিচে তামাকের মাঠ থেকে মিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী। পাতা কুড়াতে গিয়ে নিখোঁজ ছিলেন ওই নারী। পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকালের দিকে পাতা কুড়াতে বাড়ী থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে তার মরদেহ দেখতে পান।

ওই নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। হত্যাকান্ড ঘটতে পারে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মাঝে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন।

আরও পড়ুন – প্রকৃতির কাছে শ্রদ্ধা

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কে বা কারা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রকৃতির কাছে শ্রদ্ধা

0

দোলযাত্রা আর হোলি নয়। ছোট বড় সব উৎসবে গ্রামের মানুষ ভক্তি রাখে এই বট বৃক্ষের কাছে। তাই হোলির দিন সকালেই গেরুয়া পোশাকে শিশুরা এসেছে বটগাছটির কাছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা নিয়ে। শুক্রবার সকাল ১১ টায় কুষ্টিয়ার খোকসার ইচলাট বটতলা থেকে ছবিটি তোলা। গেরুয়া বসনের শিশুদের মধ্যে একজন আরাধ্য প্রামানিক,৭ম শ্রেণি। অপর জন অপর্ণা দাস ৫ম শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন –

রং জলের হোলি

বসন্তের রঙ নিয়ে আসে দোলযাত্রা আর হোলি। পরিচিত ও প্রিয়জনদের রঙে রঙে রঙিন করে তোলার দিন। শিশুরাও মেতেছিল আবির আর কাঁদা জলে। শুক্রবার সকালেই খোকসা কালীবাড়ি মন্দির আঙ্গিনায় আবির আর কাদাজলের মেতে ওঠা শিশুরা।

আরু পড়ুন –

খোকসায় অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার একতার পুর বাজারের মুদি দোকানের ফ্রিজের বিদ্যুতের সংযোগ থেকে সৃষ্ট আগুনে তিন দোকান ভস্মীভূত হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেলো বাজারটির ২শতাধিক কাচা পাকা দোকান, ব্যাংক ও এজন্ট ব্যংক।

বৃহস্পতিবার দিনগত রাত ১ টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের একতার পুর বাজারের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ব্যবসায়ী ও নৈশ প্রহরীদের সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের প্রধান মোড়ের উপরের নাজমুল ইসলামের দোকানের ভেতর আগুনের সূত্রপাত হয়। মুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে পরে সুনিতি মেডিকেল নামের একটি ওষুধের দোকান ও সরজিত বিশ্বাসের সেলুনের দোকানে। স্থানীয়রা ও খোকসা ফায়ার সাভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়।

সুনিতি মেডিকেল স্টোরের মালিক রাজ কুমার জানান, তিনি ভালোভাবে বন্ধ করে রেখে গিয়ে ছিলেন। রাতে স্থানীয়দের ফোন পেয়ে তিন কিলোমিটার দূরে নিজের গ্রাম মাসুয়া ঘাটা থেকে বাজারের আসেন। তার আগেই সব পুড়ে শেষে হয়ে গেছে। তার প্রায় ৪/৫ লাখ টাকা শুধু ওষুধ পুড়ে গেছে।

আরও পড়ুন – মাগুরার বাড়িতে ফিরলো ধর্ষণের শিকার শিশুর নিথর দেহ

কানু বিশ্বাস জানান, আগুন লাগার খবর শুনে সেখানে পৌছনোর আগেই সব শেষ হয়ে গেছে। তার দাবি গ্রামবাসী না এগিয়ে এলে গোটা বাজারই ভস্মীভূত হয়ে যেতো।

মাগুরার বাড়িতে ফিরলো ধর্ষণের শিকার শিশুর নিথর দেহ

0
প্রতিকী ছবি

মাগুরা সংবাদাতা

ধর্ষণের শিকার হয়ে নিহত হওয়া শিশুটির নিথর দেহ মাগুরায় তার গ্রামের বাড়িতে ফিরছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাগুরা স্টেডিয়ামে পৌঁছে তার মরদেহ বাহী হেলিকপ্টার।

বিকল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তাকে নিয়ে রওনা হয়। স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। আজ (বৃহস্পতিবার) রাতেই নোমানী ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি।

হাসপাতালের শিশু বিভাগের শিশুরোগের চিকিৎসাসংক্রান্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসা চলছিল শিশুটির। গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় চারবার ও বৃহস্পতিবার আরও দু‘বার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ) হয় শিশুটির।

আট বছরের শিশুটি ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার (৮ মার্চ) বিকালে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল।

আরও পড়ুন – খোকসায় পত্রিকার এজেন্ট ইকবালের উপর হামলা

ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নামে মামলা করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজিব (১৮), সজীবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগমকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ সংবাদ

দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে বিজিবি‘র আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর...

খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকি বিশ্বাসকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় আটক রকি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক...

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...