মঙ্গলবার, ৬ মে, ২০২৫
Home Blog

প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চিকিৎসক শারমিন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া, ঘর, জমি, ভাতা দেয়াসহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধর্ণা দেওয়ার পরও পাওনা টাকা না পেয়ে শেষ পর্যন্ত ভুক্তভোগীরা ওই চিকিৎসককে বেধড়ক মারপিট করে পুলিশ হেফাজতে তুলে দিয়েছে।

সোমবার (৫মে) দুপুর একটার দিকে কুষ্টিয়া শহরের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে। এমবিবিএস ডিগ্রীধারী ওই নারী চিকিৎসক কুষ্টিয়া শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। রাত ৮ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারী চিকিৎসক কুষ্টিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুুক্তভোগীদের একজন মেহেরপুর জেলার মুজিবনগর এলাকার সুমি খাতুন বলেন, আমি অসুস্থ হয়ে কুষ্টিয়ায় ডাক্তার শারমিন সুলতানার কাছে এসেছিলাম। তার কাছে চিকিৎসা নিয়েছিলাম। বেশ কয়েক বছরের পরিচয়। হঠাৎ করে ৭-৮ মাস আগে সরকারি চাকরি ও ভাতার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে আমাদের কাছে থেকে টাকা নিয়েছে ডাক্তার শারমিন। তার প্রলোভনে পড়ে আমি, আমার আত্মীয়-স্বজনসহ প্রায় ৩০ থেকে ৪০ জন তাকে প্রায় ৫০ লাখ টাকা দিয়েছি। দীর্ঘদিন সে আমাদের টাকাও ফেরত দেয় না, চাকরিও দেয় না, জমিও দেয় না, ভাতার ব্যবস্থা করেও দেয় না। তাই আজকে আমরা কুষ্টিয়ায় এসেছি। আমরা চিকিৎসক নামক এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমরা গরীব মানুষ, ধারদেনা করে বিভিন্নভাবে কষ্ট করে টাকা ম্যানেজ করে তাকে দিয়েছি। আমরা আমাদের টাকা ফেরত চাই।

আরেক ভুক্তভোগী চুয়াডাঙ্গা জেলার দর্শনা সালমা খাতুন বলেন, ডাক্তার শারমিন সুলতানা সরকারি চাকরি, জমি, ঘরবাড়ি ও ভাতার ব্যবস্থা করে দেয়ার প্রলোভন দিয়ে আমাদের ৫০ থেকে ৬০ জনের কাছে থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাত করেছে। আমরা ভুক্তভোগীরা সবাই চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বাসিন্দা। জমি দেয়ার কথা বলে আমার কাছে থেকে ৩০ হাজার টাকা আত্মসাত করেছে। আর আমার জামায়ের কাছে থেকে চাকরির দেয়ার কথা বলে ২ লাখ ৯০ হাজার টাকা নিয়েছে। আমার কাছে থেকেও টাকা নিয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা আমাদের টাকা ফেরত পেতে চাই।

প্রতারণার শিকার আরেক জনচুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার খাদিজা খাতুন বলেন, জমি দেওয়ার নাম করে আমার কাছ থেকে এক লাখ ২৫ হাজার টাকা নিয়েছে ডাক্তার শারমিন। প্রলোভন দিয়ে টাকা নিয়েছে সে। এখন টাকাও ফেরত দেয় না, জমিও দেয় না। আমার মত অনেকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে এই ডাক্তার। আমরা কুষ্টিয়া এসেছি আমাদের টাকা আদায়ের জন্য। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমরা এই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকার জাহিরা খাতুন বলেন, আমার কেউ নেই। আমি খুব গরিব মানুষ। আমার দুইটা ছাগল ছিল। সেই ছাগল বিক্রি করে শারমিন ডাক্তারকে টাকা দিয়েছি। প্রলোভন দেখিয়ে ঘর দেওয়ার নাম করে আমার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছে। পরে টাকাও দেয় না, ঘরও দেয় না। আমরা ওই ডাক্তারের শাস্তি চাই। আমি গরিব মানুষ। আমার কেউ নাই, আমার টাকা ফেরত চাই।

আরও পড়ুন – কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

এবিষয়ে চিকিৎসক শারমিন সুলতানার বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি তাদের কাছ থেকে কোন টাকা নিইনি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। সোমবার (৫মে) দুপুরে আমি একটি ডায়াগনস্টিক সেন্টারে যায়। এ সময় তারা আমাকে মারধর করে। এবং আমার গহনা ছিনতাইয়ের চেষ্টা করে।

আরও পড়ুন – খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে আমরা চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। চিকিৎসকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী নারী। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এছাড়াও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ মে) দুপুর ২ টার দিকে উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা পুলিশ।

অর্থদন্ডে দন্ডিত জেলের নাম মো. সাব্বির প্রামাণিক। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের জেলে কুদ্দুস প্রামাণিকের ছেলে।

জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শিলাইদহ, বেড় কালোয়া ও কোমরকান্দি এলালায় যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা। অভিযানে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন – খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

শুধু মাছ নয়, অন্যান্য প্রাণিও চায়না দুয়ারি জালে আটকা পড়ে মারা যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি বলেন, চায়না দুয়ারি ও কারেন্ট জালের কারণে জীব ও বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। দেশীয় মাছের প্রজনন নষ্ট হচ্ছে।

আরও পড়ুন – বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় দুই জন আটক

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, পদ্মায় অভিযান চালিয়েছে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এছাড়াও এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

0
গড়াই নদীর খোকসা কালীবাড়ি এলাকায় নদীর তীর রক্ষার বাঁধের পাশে রাখা ড্রেজার মেশিন

স্টাফ রিপোর্টার

জনতার বাধায় গড়াই নদী থেকে অবৈধ বালি উত্তোলকারী ব্যবসায়ীর ড্রেজার ও নৌকা পিছু হটলো। তবে ব্যবসায়ী ও নৌকার মালিকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত।

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর পূর্বতীর রক্ষার শতকোটি টাকা ব্যায়ে নির্মাণ করা বাঁধের ৫০ গজ দূর থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে আওয়ামী লীগ ও বিএনপির নামধারী ব্যবসায়ীরা। প্রতিদিনের মত সোমবার সকালে জানিপুর গ্রামের নদীর তীর রক্ষা বাঁধের নিচে থেকে এক বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করে। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির এক নেতা ও এলাকাবাসীরা ড্রেজার চালকদের ধাওয়া করে। এর কিছু সময় পর দ্বিতীয় দফায় নদীর একই স্থানে একই মালিকের ড্রেজার মেশিন অবৈধ ভাবে বালু উত্তোলন শুরু করে। এ সময় নদী তীরের বাসিন্দাররা স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মোবাইল ফোনে অবহিত করে। এক পর্যায়ে বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ী আব্দুল হাকিম কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমান করেন।

উপজেরা রাজস্ব অফিসের অফিস সহকারী লোকমান হোসেন জানান, গড়াই নদীর খোকসা অংশের ওসমানপুর, হিজলাবট, বামনপাড়া, মুকশিদপুর, চাঁদট, ও হিজলাবট বালিমহল ইজারা হয়ে থাকে। অজ্ঞাত কারণে এ বছর এসব বালিমহল ইজারা হয়নি।

সূত্রটি আরও জানায়, গড়াই নদী থেকে বালি উত্তোলনের দায়ে সোমবার “বালিমহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫/১ ধারা মোতাবেক বালু ব্যবসায়ী আব্দুল হাকিমকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা বিএনপির নেতা মোস্তাফিজুর মোস্তাক জানান, তারা একটি কবর স্থানের জন্য নদী থেকে সামান্য কিছু বালু তুলেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতা আব্দুল হামিক ড্রেজার মেশিন দিয়ে বাঁধারে বিভিন্ন স্থান থেকে বালি তুলে বিক্রি করছে। সোমবার সকালে তিনি নিজে এলাকাসীদের সাথে হাকিমের ড্রেজার মেশিনের লোকদের ধাওয়া করেন। প্রথমে এক নৌকা বালি নিয়ে তারা পালিয়ে যায়। বেলা ১০ টার দিকে দ্বিতীয় দফায় বালুকাটার জন্য আবার ড্রেজার নিয়ে আসে। এসময় বাধ্য হয়ে প্রথমে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দেওয়া হয়। তবুও বালু কাটা বন্ধ হয়নি। সন্ধ্যায় এ রিপোট লেখা পর্যন্ত ড্রেজার দিয়ে বালু কাটা চলছিল।

বালু ব্যবসায়ী আব্দুল হাকিম নদী থেকে বালু উত্তোলনের কথা স্বীকার করেন। তবে তাকে গাড়িতে করে নিয়ে গিয়ে জরিমানা করায় তিনি কষ্ট পেয়েছেন।

আরও পড়ুন – বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় দুই জন আটক

গড়াই নদী থেকে বালি উত্তোলনের বিষয়ে কথা বলার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয়। খুদে বার্তা দেওয়া হয় তিনি ফোন রিসিভ করেনি।

আরও পড়ুন – হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপনের সাথে কথা বলার জন্য তার সরকারী মুঠো ফোনে কল করা হয় তিনিও ফোন রিসিভ করেনি।তবে রাত ৮টা ৩৫ মিনিটের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপন মোবাইল ফোনে কলব্যাক করে জানান, নদীর তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বৃহৎ বাঁধ রয়েছে। অনেক মানুষের বসতী নদী তীরে। রয়েছে বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। এখান থেকে বালু তুলবেনা বলে ওই ব্যবসায়ী মুচলেকা দিয়েছেন। তাকে জরিমানও করা হয়েছে।

 

বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় দুই জন আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার রাতের আঁধারে ওসমানপুর ইউনিয়ন বিএনপির অফিসে টাঙানো দলীয় প্রধানদের ছবিতে অগ্নি সংযোগের ঘটনায় দায়েকৃত মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে।

আটককৃতরা হলেন এজাহার ভুক্ত আসামি মোঃ রাজু শেখ (৪০) ও মোঃ মাসুদ শেখ (৪৪)। আসামিদের পিতা ওসমানপুর গ্রামের লিয়াকত শেখ।

আরও পড়ুন – হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

থানা পুলিশের হোয়ার্ট অ্যাপে জানানো হয়, গত ০৩/৫/২৫ তারিখ অনুমান রাত্র ০২.২০ ঘটিকার সময় খোকসা থানাধীন ওসমানপুর বিএনপির পার্টি অফিসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ছবিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, অফিসে থাকা চেয়ার ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন – প্রলোভন দেখিয়ে গর্ভপাতঃ কৃষকদল নেতা ও ছেলের বিরুদ্ধে মামলা

ওসমানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম শেখ বাদী হয়ে এজাহারনামীয় ০৯ (নয়) জন ও অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। থানা পুলিশ মামলাটি রেকর্ড করেছে। যার নম্বর ২ তারিখ ৪ মে ২০২৫ ইং। এই মামলায় দুই সহদরকে আটক করেছে।

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

রবিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলা হয়। হামলায় হাসনাত আবদুল্লাহর গাড়ির একটি কাচ ভেঙে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে মহানগর পুলিশ হাসনাত আবদুল্লাহর অবস্থান শনাক্তের চেষ্টা করে। হামলার ঘটনা ঘটার পর হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়িটি ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে পৌঁছালে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহর নিরাপত্তায় এগিয়ে আসেন। পরে সেখানে তিনি গাড়ি থেকে নামেন এবং ছাত্রদের সঙ্গে কথা বলেন। এ সময় গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তারা সেখানে যান।

তিনি আরও বলেন, হাসনাত আবদুল্লাহর বক্তব্য জানার পর এ বিষয়ে দ্রæত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন।

আরও পড়ুন – প্রলোভন দেখিয়ে গর্ভপাতঃ কৃষকদল নেতা ও ছেলের বিরুদ্ধে মামলা

সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’ এই পোস্ট দেওয়ার পর গাজীপুর মহানগরীতে তোলপাড় শুরু হয়।

আরও পড়ুন – আসমির হাতুড়ির আঘাতে দুই পুলিশ আহত

মহানগর পুলিশ হাসনাত আবদুল্লাহর অবস্থান শনাক্ত করে তাঁর নিরাপত্তায় এগিয়ে আসে। হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

প্রলোভন দেখিয়ে গর্ভপাতঃ কৃষকদল নেতা ও ছেলের বিরুদ্ধে মামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় কৃষকদল নেতা ও তার ছেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর দায়ের করা মামলাটি আদালতের নির্দেশে থানা নথিভুক্ত করেছে।

থানা পুলিশ সুত্র জানিয়েছে, আদলতের আদেশে ভুক্তভোগী নারীর মামলাটি থানা নথিভুক্ত করেছে। এ ছাড়া শৈলকুপা থানায় ওই নারী পৃথক অভিযোগ করেন। সেই অভিযোগ তদন্ত করে পুলিশ সত্যতা পেয়েছে। এ খবর নিশ্চত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সম্রাট মন্ডল।

মামলার এজাহার ও ভুক্তভোগী নারী সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নাজমুল খন্দকার নামের এক যুবক। নাজমুল খন্দকার শৈলকূপা উপজেলা কৃষকদলের সদস্য সচিব কামরুল ইসলামের ছেলে। ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নাজমুল খন্দকার নিয়মিত শারীরিক সম্পর্ক হতে বাধ্য করে। তাদের সম্পর্কের বিষয়টি নাজমুলের গোটা পরিবার জানার পরে তারা মেনে নেয়। এরপর ওই নারী নাজমুলের বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করেন। এক পর্যায়ে ভুক্তভোগী নারী গর্ভবর্তী হয়ে পড়লে নাজমুল ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা কৌশলে ওই নারীকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকার একটি ক্লিনিকে ভর্তি করে গর্ভপাত ঘটনায়।

ভুক্তভোগীর অভিযোগ, চিকিৎসা শেষ হওয়ার আগেই নাজমুল খন্দকার ও তার বাবা-মা ভুক্তভোগী নারীকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। পরে নাজমুল খন্দকার ও তার বাবা-মায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও ওই নারী কোনো সমাধান পাননি। পরে তিনি শৈলকূপা থানায় মামলা দায়ের করতে গেলে থানা মামলা গ্রহণ করেনি। তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই নারীকে নানা ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে কৃষকদল নেতার ছেলে নাজমুল খন্দকার বলেন, ওই নারীর অভিযোগ সত্য নয়। সে একজন প্রতারক। তার নামে থানায় কোনো মামলা হয়েছে কিনা তিনি এখনো জানেন না।

নাজমুলের পিতা শৈলকুপা কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বলেন, অভিযোগকারী মহিলা সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। তবে সে আমার বাড়িতে আসা যাওয়া করত এটা জানি। গর্ভপাত ও হাসপাতালে ভর্তির বিষয়ে আমি কিছু জানি না। তিনি নিউজটি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন – আসমির হাতুড়ির আঘাতে দুই পুলিশ আহত

শৈলকূপা থানার এসআই সম্রাট মন্ডল জানান, ওই নারির অভিযোগ পেয়ে তিনি পারির্পাশ্বিক ও ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা মিলেছে। তিনি জানান, এ নিয়ে যদি আদালতের কোন নির্দেশনা আসে তবে সে মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন – কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনীকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী

শৈলকূপা থানার ওসি মাসুম খান শুক্রবার রাতে জানান, এ বিষয়ে শৈলকুপা থানায় আদালতের নির্দেশে মামলা নথিভুক্ত হয়েছে, মামলা নং ০৪/২৫। তিনি জানান, ভুক্তভোগী নারি সম্ভবত খুবই ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাকে প্রলোভনে ফেলে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে বিজ্ঞ আদালতের আদেশ হাতে পেয়েছি। আদালত মামলা গ্রহনের নির্দেশ দিয়েছেন। ফলে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

আসমির হাতুড়ির আঘাতে দুই পুলিশ আহত

0
আহত পুলিশ সদস্য

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় এস আইসহ দুই পুলিশকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে এক আসামী।

শুক্রবার (০২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে।

হাতুড়ির আঘাতে আহত এক কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আমলা হঠাৎ পাড়া এলাকা থেকে আশিক (২৫) নামের একটি মামলার সন্দেজভাজন আসামীকে আটক করে মটরসাইকেল করে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক(এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। থানার আগেই পালপাড়া বাজারের কাছে পৌছালে আশিক চিৎকার করে মটরসাইকেল থামাতে বলে। এ সময় চালক এসআই মনিরুল গাড়ি থামানোর সাথে সাথে আসামী কোমড় থেকে হাতুড়ি বের করে তার মাথায় আঘাত করে। এতে তার মাথায় থাকা হেলমেট ভেঙে যায়।

এরপর মটরসাইকেলের পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়।

আরও পড়ুন – কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনীকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে কনস্টেবল রুস্তমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুন – খোকসায় বিএনপি নেতাদের ছবি পোড়ানোর অভিযোগ

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মামলার সন্দেহভাজন এক আসামীকে আটক করে থানায় নিয়ে আসার সময় ওই আসামী হামলা করে। এতে এক কনস্টেবল সামান্য আহত হয়েছেন। ওই আসামী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনীকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী কামিনী বেগম (৪৩) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার সকালে সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার আজাদ সরদারের স্ত্রী। এরপর কামিনীকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

এর আগে গত বুধবার (১ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিদর্শক রাসেল কবির বাদী হয়ে মডেল থানায় কামিনীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামী হয়ে তিনি পলাতক ছিলেন।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় ক্যাপ্টেন লামইয়ানুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের একটি দল চৌড়হাস ফুলতলা এলাকায় অবস্থিত কামিনীর মাদক বিক্রয়ের ডেরা হিসেবে পরিচিত তার ডিমের দোকান ঘরে অভিযান চালায়।

এসময় সেনাবাহিনীর সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারি উপ পরিদর্শক সোহরাব হোসেনের টিম উপস্থিত ছিলেন।

অভিযান কালে সেভেন স্টার ডিম ভান্ডার নামের ওই দোকানঘর তল্লাশী করে এক কেজি গাঁজা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে সেনাবাহিনীর আভিযানিক দল। এরআগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কামিনী ও তার সহযোগি মোস্তুফা সরদার পালিয়ে যায়।

এ ঘটনার পর উপ-পরিদর্শক রাসেল কবির কামিনী বেগম ও মোস্তফা সরদারকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন – খোকসায় বিএনপি নেতাদের ছবি পোড়ানোর অভিযোগ

এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, সেনাবাহিনীর অভিযানের পর থেকে কামিনী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। নিজ এলাকা থেকে তাকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে হস্তান্তর করার পর কামিনীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন – ভারত নিয়ে ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত – পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকাবাসী জানায়, দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে কামিনী মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। দীর্ঘ এ সময়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে অন্তত এক ডজনেরও বেশি বার মাদকসহ গ্রেপ্তার হলেও ক্ষমতার প্রভাব আর টাকার জোরে অল্প কিছুদিনের মধ্যেই তিনি জামিনে বের হয়ে পুনরায় মাদকের কারবার শুরু করেন। স্থানীয় এলাকাবাসী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কামিনী বেগম মাদক সম্রাজ্ঞী হিসেবেই পরিচিত। পুলিশের খাতায় তার নামে এক ডজনেরও বেশি মাদকের মামলা রয়েছে।

খোকসায় বিএনপি নেতাদের ছবি পোড়ানোর অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একটি ইউনিয়ন বিএনপির অফিসে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ষড়যন্তের গন্ধ পাচ্ছেন উপজেলা বিএনপির একাংশ।

শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলা ওসমানপুর বিএনপির দলীয় কার্যালয়ের বৈঠক খানায় নেতাদের মাথার উপর ঝুলানো জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের তিনটি ছবির মুখ নাক ও চোখের উপর ম্যাচ লাইটের আগুন দিয়ে পোড়ানো হয়েছে। গভীর রাতে অগ্নি সংযোগের সময় ৫/৬ জন যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখেন মৎস্য শিকারীরা। রাতের আঁধারে পালিয়ে যাওয়া যুবকদের সবাই আওয়ামী লেিগর লোক বলে দাবি করছে স্থানীয় বিএনপির নেরতারা। অগ্নিকান্ডের পর শনিবার সন্ধ্যা পর্যন্ত অফিসে যাননি সভাপতি বিএনপির সভাপতি তৈয়বুর রহমান ও সম্পাদক সান্টু।

উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান দলীয় প্রধানের ছবি পোড়ানোর ঘটনার সাথে দলীয় প্রতিপক্ষকে ঘায়েল করার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন।

গড়াই নদীর খোকসা খেয়া ঘাট পার হয়ে ওসমানপুর বাজার। এই বাজারের পাকা রাস্তার পাশেই টিনের দো চালা ঘরে ওসমানপুর ইউনিয়ন বিএনপির অফিস। নেতাদের দাবি ২৫ বছর এখানে অফিস চলছে। অর্ধেক ঘর টির দিয়ে ঘেরা। রাস্তার দিকে বৈঠক খানা। সেখানেই টাঙানো সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রি খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পোটলেট আকৃতির ছবি। আর এ ছবিতেই আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার তখন বেলা ১টা। নেতাদের মাথার উপর পোড়া ছবি গুলো ঝুলছিল। অফিসে বসেছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম। তিনি জানান, রাত ২টার পর একদল জেলেরা গড়াই নদীতে মাছ ধরতে যাওয়ার সময় অফিসের সামনে থেকে কিছু লোককে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে। তিনি আরও দাবি করেন পালিয়ে যাওয়ারা আওয়ামী লীগের কর্মী। তারাই এই অগ্নি সংযোগের সাথে জড়িত বলে তিনি দাবি করেন।

ফোনে কথা বলা হয় ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমানের সাথে। তিনি অফিসের ছবি পোড়ানোর খবর পেয়েছেন। অসুস্থ্যতার জন্য অফিসে যেতে পারেননি। তবে সবার সাথে ফোনে ফোনে কথা বলেছেন। পুলিশ এসেছিল। মামলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে তিনি শুনেছেন পুলিশ দুইজনকে আটক করেছে।

আরও পড়ুন – ভারত নিয়ে ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত – পররাষ্ট্র মন্ত্রণালয়

উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন খান বলেন, বিএনপির অভ্যন্তরীন বিরোধের সূত্রধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে অগ্নি সংযোগ করা হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি ঘটনাটির সুষ্ঠ তদন্ত দাবি করেন। তিনি দোষিদের চিহ্ণিত করে শাস্তিরও দাবি করেন।

আরও পড়ুন – কুমারখালীতে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

খোকসা থানা ভারপ্রাপ্ত শেখ মাঈনুল ইসলাম জানান, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম বাদি হয়ে মামলা করতে থানায় আসছে। মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া দোষীদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে। অপরধী আটক হলেই থানা পুলিশের হোয়াট অ্যাপ গ্রæপে দেওয়া হবে।

ভারত নিয়ে ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত – পররাষ্ট্র মন্ত্রণালয়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারত নিয়ে বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমান তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে যে মন্তব্য করেছেন, তা একান্তই তার ব্যক্তিগত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই মন্তব্যের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয়। সরকার কোনোভাবেই এ ধরনের বক্তব্য সমর্থন করে না বা এর সঙ্গে ঐকমত্য পোষণ করে না।

আরও পড়ুন – কুমারখালীতে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে সম্পৃক্ত করা থেকে বিরত থাকার জন্য বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন – উসাসের সভাপতি বাবুল ও সম্পাদক মকবুল

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা, পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রæতিবদ্ধ।

 

সর্বশেষ সংবাদ

প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় চিকিৎসক শারমিন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া, ঘর, জমি, ভাতা দেয়াসহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০...

কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ...

খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

স্টাফ রিপোর্টার জনতার বাধায় গড়াই নদী থেকে অবৈধ বালি উত্তোলকারী ব্যবসায়ীর ড্রেজার ও নৌকা পিছু হটলো। তবে ব্যবসায়ী ও নৌকার মালিকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে...

বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় দুই জন আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার রাতের আঁধারে ওসমানপুর ইউনিয়ন বিএনপির অফিসে টাঙানো দলীয় প্রধানদের ছবিতে অগ্নি সংযোগের ঘটনায় দায়েকৃত মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন...

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

দ্রোহ অনলাইন ডেস্ক গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা...