রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
Home Blog Page 3

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমিটি অনুমোদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডে কমিটি অনুমোদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলার মুক্তিযোদ্ধাদের একাংশ।

শনিবার দুপুরে ঝিনাইদহ আইনজীবী সমিতির ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঝিনাইদহ শহীদ জিয়াউর রহমান‘ল কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস এম মশিয়ুর রহমান।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলীম, গোলাম মোস্তফা লোটন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ ইসরাইল হোসেন, সিদ্দিকুর রহমান ও লিয়াকত আলীসহ শাতাধীক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৫ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভায় স্পষ্ট সিদ্ধান্ত হয়, জেলা কমান্ড গঠন করতে হবে উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে। যেখানে একাধিক কমিটি থাকবে, সেখানে সমঝোতা অথবা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের কথা বলা হয়। এছাড়া বিগত সরকারের ঘনিষ্ঠ সহযোগী কিংবা অবৈধ সুবিধাভোগীদের বাদ দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু এসব নির্দেশনা উপেক্ষা করে ঝিনাইদহ জেলা কমান্ড গঠিত হয়েছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধারা।

অভিযোগে বলা হয়, অনুমোদিত কমিটির ১ নং আহ্বায়ক, ২ নং যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব এই তিনজনের কেউই উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নন। বরং তাঁরা বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং অবৈধ সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এছাড়া জেলার পক্ষ থেকে চারটি কমিটি জমা দেওয়া হলেও প্রস্তাবিত তিন কমিটির কাউকে না জানিয়ে গোপনে একটি প্যানেল থেকে কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটির আহ্বায়কের ছেলে বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রিত মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব। উপরন্তু ঘোষিত কমিটির ১১ সদস্যের মধ্যে ৬ জন পদত্যাগ করেছেন, ফলে গঠিত ওই কমিটির কোনো বৈধতাই নেই।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বর্তমান জেলা কমান্ড অবৈধ। অবিলম্বে এ কমিটি বাতিল করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করতে হবে। নইলে যে কোনো পরিস্থিতির দায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকেই বহন করতে হবে।”

সাংবাদিককে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

0
ছবি সংগৃহীত।

দ্রোহ অনলাইন ডেস্ক

বাগেরহাটে দুর্বৃত্তরা কুপিয়ে হায়াত উদ্দিন (৪২) নামের এক সাংবাদিক হত্যা করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহত সাংবাদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল-হাসান সাংবাদিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের খবর শুনেছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করেছে।

আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন শিগগির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তারা দেশকে অস্থিতিশীল করতে এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে।

সরকারের প্রতি অভিযোগ তুলে সালাহউদ্দিন বলেন, ‘যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকা সত্তে¡ও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার। রহস্যজনক কারণে মামলাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। আমরা চাই, বিচারিক প্রক্রিয়ার মধ্যদিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হোক।

নির্বাচনকে ঘিরে শরিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জোট গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা হচ্ছে।’

সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াধীন। সংবিধান ছাড়া অন্য সব বিষয়ে সংস্কারের জন্য সব দলের ঐকমত্য রয়েছে। কিন্তু নির্বাহী আদেশে সংবিধান সংস্কার হলে তা খারাপ নজির হয়ে থাকবে। এতে ভবিষ্যতে দেশে অস্থিরতা সৃষ্টি হবে।’

অনশন শুরু করেছেন ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

এফএফসির বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনী গেøাবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযান, ক্রু ও অভিযাত্রীদের আটক করার প্রতিবাদে মিশনের অভিযাত্রীরা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। বুধবার (১ অক্টোবর) যেদিন থেকে আটক অভিযান শুরু হয়, সেদিনই অভিযাত্রীরা অনশনের সিদ্ধান্ত নেন।

যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের জন্য খাদ্য ও ওষুধ বহন করে গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে গাজার উদ্দেশে রওনা দেয় গেøাবাল সুমুদ ফ্লোটিলার অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। এই অভিযানে অংশ নেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলা। মোট ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক ছিলেন এই মিশনে, যাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবীরা।

তবে গাজার জলসীমায় পৌঁছানোর আগেই একটি ছাড়া বাকি সব নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। আটক নৌযান, ক্রু ও আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে।

বুধবার (১ অক্টোবর) রাতে প্রথম ধাপে ১৩টি নৌযান আটক করা হয়। এরপরও বাকি ৩০টি নৌযান গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে ২৯টি নৌযান আটক করে ইসরায়েলি নৌ সেনারা। শুক্রবার (৩ অক্টোবর) সকালে সর্বশেষ নৌযানটিও আটক করা হয়।

জুলাই সনদের বাস্তবায়য়ে আইনগত কোন বাধা নেই- অ্যাটর্নি জেনারেল

0

ঝিনাইদহ প্রতিনিধি

জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হবে। এখানে আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান।

শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ, ঢাকাস্থ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, এমন রায়হান, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের শিপলু জামান, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের এমন রাসেল, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সরোয়ার হোসেন, আব্দুর রহমান, কোটচাঁদপুরের খন্দকার আব্দুল্লাহ বাশার ও বাসস প্রতিনিধি শাহজাহান নবীন প্রমুখ।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নিবেন। বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ আছে। তারাই নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন বাংলাদেশের মানুষ যখনই কোন ফ্যাসিস্ট দ্বারা নিজেকে নিরাপত্তাহীন মনে করেন তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করেন, দেশের জন্য জীবন বিলিয়ে দেন।

অনুষ্ঠান শেষে বিকালে ঝিনাইদহের পেশাজীবী, ব্যাবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে ” উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।

খোকসায় শান্তিপূর্ণ পরিবেশে দূর্গা প্রতিমা বিসর্জন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শান্তিপূর্ণ পরিবেশে দূর্গা প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। আগামীকাল শুক্রবার কালীবাড়ি কেন্দ্রীয় দূর্গা পূজা মন্ডপ সহ ৫টি মন্ডপের প্রতিমা বিসর্জন হবে।

বৃহস্পতিবার দুপুর পর উপজেলা সদরের পৌর এলাকা ও তিন ইউনিয়নের ১০টি মন্ডপের দূর্গা প্রতিমা গড়াই নদীর বিভিন্ন ঘাটে আনা হয়। প্রতিমা গুলো পৃথক পৃথক নৌকায় তুলে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে প্রদর্শনী করা হয়। সন্ধ্যায় একযোগে এসব প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া রাত ৮টায় এ রিপোর্ট লোখা পর্য়ন্ত পদ্মা নদীর কোল, সিরাজপুর হাওড় নদী ও বিভিন্ন জলাশয়ে ৫৪ টি দূর্গা প্রতিমা বিসর্জন হয়। প্রতিমা বিসর্জনের সময় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গড়াই নদীতে দূর্গা প্রতিমা প্রদর্শনের সময় নদীর দুই পাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে পূর্ণার্থী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। নদীর দুই পাড়েই বসে গ্রামীন মেলা। সব শ্রেণি পেশার মানুষ এ উৎসবে জমায়েত হয়।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, এ বছর উপজেলার ৫৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত বিভিন্ন নদী ও জলাশয়ে ৫৪টি প্রতিমা বিসর্জন দিয়েছে পূজা কমিটি। তবে খোকসা কালীবাড়ি, একতার পুর, বেতবাড়িয়া, মানিকাট ও শোমসপুরের ৫টি দূর্গা পূজা কমিটি একদিন পর শুক্রবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেবে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র মালাকার বলেন, শান্তিপূর্ন পরিবেশে অধিকাংশ মন্ডপের প্রতিমা বিসর্জন হয়ে গেছে। একতারপুর এলাকার প্রতিমা বিসর্জনের রাত সাড়ে ৮টা বেজে যায়। রাতেই ৫৪ টি মন্ডপের প্রতিমা বিসর্জন হয়ে যাবে। আগামী কাল ৫টি মন্ডপের প্রতিমা বিসর্জন হবে।

তিনি আরও বলেন, সনতান ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব দূর্গা পূজা। প্রশাসন রাজনৈতি নেতা ও সর্বস্থরের মানুষের সহযোগিতায় পূজা সম্পন্ন করতে পেরেছেন। প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতদাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূজা দেখে বাড়ি ফিরে দেখেন সোনার গহনা-টাকা কিছু নেই

0

কুষ্টিয়া প্রতিনিধি

বহুতল ভবনের তিনতলায় পাশাপাশি দুই ফ্লাটে ভাড়া থাকতেন একজন আইনজীবী ও চাকরিজীবী। বুধবার নবমীর রাতে পরিবার নিয়ে গিয়েছিলেন পূজা মন্ডপে ঘুরতে। রাতে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভেঙে চুরি হয়ে গেছে সোনার গহনা ও নগদ টাকাসহ সর্বস্ব। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার সাপল ও সেলাই রেঞ্জ জব্দ করেছে।

আইনজীবী প্রবীর স্যানাল বলেন,রাত ৯টার দিকে সহধর্মিণীকে নিয়ে পূজা মন্ডপে ঘুরতে বেড়িয়েছিলাম। ঘরের দরজার ছিটকানিতে তালা আটকানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখি দরজার তালা ভাঙা। ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পায় আসবাবপত্রসহ সবকিছু এলোমেলো। আলমারির তালা খোলা। ঘরের মেঝেতে কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এ সময় খোঁজ করে দেখি আলমারিতে রাখা নগদ ১ লাখ টাকা ও প্রায় ৬ ভরি সোনার গহনা নেই।

ভুক্তভোগী আইনজীবী আরো বলেন,একই ভবনে বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়ারা বসবাস করেন। চুরির বিষয়টি কেউ টের পাইনি। স্থানীয় কোন চক্র আমাদের গতিবিধি অনুসরণ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে এসে তদন্তু করে গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

মৃত্যরঞ্জন সরকার নামে আরেকজন ভুক্তভোগী জানান,গত সপ্তাহে আমি এই বাসা ভাড়া নিয়েছি। এখানকার কাউকে চিনিও না। নাটোরে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করি। ছেলে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশুনার সুবাদে কুষ্টিয়া শহরে বাসাভাড়া নিয়েছি।

তিনি জানান,আমিও স্ত্রী-ছেলেকে নিয়ে পূজা মন্ডপে গিয়েছিলাম। এ সময় বাড়িওয়ালা ফোন করে জানায় বাসায় চুরি হয়েছে। ফিরে এসে দেখি দরজার ছিটকানি ভাঙা। আসবাবপত্র এলোমেলো। চোর ওয়ারড্রবে রাখা নগদ ৩৫ হাজার টাকা ও এক ভরি সোনার গহনা নিয়ে গেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন,রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। চুরির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত চলছে।

বিসর্জন

0

উৎসব মুখোর পরিবেশে দেবী দূর্গাকে বিদায় জানাতে গড়াই নদীতে আনা হয়। পৃথক পৃথক নৌকায় দেবী মূতি তুলে নদীর দুই তীরের অপেক্ষায় থাকা হাজার হাজার পূনার্থী ও দর্শনাথীদের প্রদর্শনের সূয়োগ করে দেওয়া হয়। নদীর দুই পাড়ের ১০ ঘাট ঘুড়িয়ে সন্ধ্যায় দেবী দূর্গার মূর্তি বিসর্জন দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে খোকসা গড়াই নদী থেকে ছবি গুলো তোলা।

দূর্গা মূর্তি বিসর্জন উপলক্ষে নদীর দুই তীরের বসেছিল গ্রামীন মেলা। সংসাবে প্রয়জনীয় মাটির তৈজস পত্র ও খেলনা কিনছেন একদল নারী।
গড়াই নদীর ঘাটে দাঁড়িয়ে এক পূনার্থী উলু ধ্বনী দিয়ে দেবী দূর্গাকে বিদায় জানাচ্ছেন।

বৃদ্ধা নীলিমার দুঃখ ঘুচলো না

0

স্টাফ রিপোর্টার

তিন পুত্র খেতে পড়তে দেয় না সত্তুরউদ্ধ নীলিমা খাতুন ও তার শয্যাশায়ী স্বামীকে। তাই প্রতিদিন ৬০ টাকা হাজিরায় প্রতিবেশী নারীদের সাথে চুল বাছায়ের কাজ করেন বৃদ্ধ এই নারী। দুই দিনের কাজের টাকা জমিয়ে অসুস্থ্য শয্যাশায়ী স্বামীর একদিনের ওষুধ কেনেন। দিনে একবার একপোয়া চাউলের ভাত রাঁেধন। বৃদ্ধ-দম্পতি নুন-ফ্যান খেয়ে বেঁচে আছেন। সন্তানে তার দুঃখ ঘুচলো না।

কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাশালিয়া গ্রাম। এ গ্রামে চুল ব্যবসায়ীদের কারখানায় কাজ করেন বয়বৃদ্ধ নীলিমা খাতুন। তিনি তিন পুত্র ও তিন কন্যা সন্তানের মা। ছেলেরা বড় হয়ে আলাদা ঘর সংসার করছে। মেয়েদের বিয়ে দিতে সামান্য চাষের জমিটুকু বিক্রি করে ফেলেছেন। দুই বছর আগে বৃদ্ধা নীলিমার স্বামী আব্দুল্লাহ (৮৫) অসুস্থ্য হয়ে শয্যাশায়ী হয়। তিন ছেলে মা বাবার দিকে আর ফিরেও তাকায়নি। অথচ বৃদ্ধার স্বামীর নামের ৬ শতক জমির উপর ছেলেরা বসবাস করে। কিন্তু বাবা মায়ের ভাত কাপড় তাদের কাছে ভার হয়ে গেছে।

শয্যাশায়ী স্বামীর চিকিৎসা ও খাবার জোঠাতে প্রথমে অন্যের বাড়িতে কাজ করতেন নীলিমা। সেখানে শুধু দুই বেলা দুই মুঠো খাবার জুটলেও ওষুধ কেনা অসম্ভব হয়ে ওঠে। এক পর্যায়ে ৬ মাস আগে এই চুল বাছা কারখানায় কাজ নেন তিনি। এখানে বৃদ্ধার এক নাতীসহ প্রায় ১২ জন নারী শ্রমিক কাজ করেন। তারা সবাই সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কাজ করে হাজিরা পায় ৬০ টাকা।

বুধবার দুপুরে কারখানায় চুল বাছায়ের কাজ করতে করতে নীলিমা বলেন, ছেলেদেরই নাকি সংসার চলে না। তারা আবার বৃদ্ধ বাবা মা’র খাবার দেবে কি করে ? মেয়েদের বিয়ে দিতে সামান্য জমিটুকু বিক্রি করে ফেলেছি। স্বামী আব্দুল্লা সুস্থ্য থাকতে জোন-পাট (দিন মুজুর) দিতে সংসার চালাতেন। এখন পঙ্গু হয়ে ঘরে পরে আছেন। তাদের আর কে দেখবে। কয়েক বছর আগে স্থানীয় ওয়ার্ডের মেম্বর রেজন আলী ওই বৃদ্ধার নামে বয়স্ক ভাতার কার্ড করে দিয়ে ছিলেন। প্রায় ৫/৬ মাস আগে থেকে তার ভাতার টাকা আর আসে না।

বৃদ্ধা নীলিমা খাতুন আরও জানান, প্রতিদিন সকালে এক পোয়া চাউল রান্না করেন। অসুস্থ স্বামীকে তিন বার খাওয়ান। নিজে কোন দিন একবার খান নাও খান। কারখানার কাজের টাকার সাথে বয়স্ক ভাতার টাকাটা হলে স্বামীর চিকিৎসা চালিয়ে যেতে পারতেন।

কান্না জড়িত কন্ঠে বৃদ্ধা নীলিমা বলেন, ঈদ উৎসব আসলে গ্রামের মানুষ তাদের সাহার্য করে। কিন্তু ঈদ পার্বনে ছেলেরা বৃদ্ধ বাবা মা’র একবেলা খাবারতো দূরের কথা। জানতেও চায়না বাবা মা ঁেবচে আছে না মরে গেছে।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকিব খান টিপু বলেন, বাবা মা’র ভড়নপোষনের দায়িত্ব সন্তানদের। কিন্তু তারা বাবার মার দেখে না এ হতে দেওয়া যাবে না। মোবাইল সিমের কারনে বৃদ্ধার টাকা বন্ধ হয়ে যেতে পারে। তার সাথে অসহায় পরিবারটি কষ্ট শেয়ার করেনি। সাংবাদিকদের মাধ্যমে তিনি প্রথম শুনলেন। এখন দ্রæত ব্যবস্থা নেবেন।

কাগজের ফুল

0

নিজের হাতে তৈরী করা রঙিন প্লাষ্টিকের কাগজের ফুল বিক্রি করেন আব্দুর রহিম সরদার। এই ফুল শিশুদের হাতে তুলে দিয়ে আনন্দ পান তিনি। মেলার মৌসুম এলেই তিনি বেড়িয়ে পরেন ফুল তৈরীর সরমজান আর ঝাপি নিয়ে। বুধবার বিকালে কুৃষ্টিয়ার খোকসা থেকে ছবিটি তোলা।

সর্বশেষ সংবাদ

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

দ্রোহ অনলাইন ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন...

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান "গিট্টু সোহাগ ও টুকু" এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা। ফিলিপনগর ইউনিয়নের...

বর্ণ খেলা

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান...

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ...

কুমারখালীতে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযানে আটক পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে...