রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
Home Blog Page 748

কোনো দেশেই করোনা নিয়ে রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি – ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারি মোকাবিলায় পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি। যা হয়েছে তা হচ্ছে শুধুমাত্র ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স। বিএনপি এখনো নেতিবাচক রাজনীতির বৃত্তে আঁটকে আছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকাল এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর বলে মন্তব্যও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, টেলিভিশন না থাকলে তাদের রাজনীতি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়তো। গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে।

দেশের এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এই নেতা। ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারে নয়, কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেন কাদের।

করোনা মহামারীতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আত্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৯০ জন রোগী।

দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে। এ সময়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭১৯ জনে।

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত ব্রিফংয়ে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

নাসিমা জানান, নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী, দুজন ঢাকার এবং একজন ঢাকার বাইরের, দুজন ষাটোর্ধ্ব এবং একজন চল্লিশোর্ধ্ব।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ২৪১টি নমুনা। এ নিয়েদেশে মোট নমুনা পরীক্ষা করা হল ৯৯ হাজার ৬৪৬টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মঙ্গলবার করোনায় একজনের মৃত্যু হয়। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে নতুন করে আক্রান্ত হন ৭৮৬ জন।

গত বছরের ১৭ ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩৭ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ ৫৮ হাজার। তবে প্রায় সাড়ে ১২ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গুজব ছড়ানোয় কার্টুনিস্টসহ দুইজন আটক

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

জনমনে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রবাসী সাংবাদিক ও কার্টুনিস্টসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই জনকে আটক করেছে আইন শৃংখলা রক্ষা কারী বাহিনী।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মমলায় আসামি করা হয়েছে, কার্টুনিস্ট আহম্মেদ কবির কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, তথ্যপ্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মোঃ দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ, আসিফ মহিউদ্দীন।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, এই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলার আসামী কার্টুনিস্ট কবির কিশোরকে কাকরাইল ও মুশতাক আহমেদকে লালমাটিয়ার বাসা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে আটকদের থানায় হস্তান্তর কওে র‌্যাব ।

তিনি বলেন, র‌্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ডের কোনো আবেদন নেই।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, র‌্যাব-৩ এর ডিএডি জহিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, র‌্যাব-৩ পর্যালোচনা করে দেখেছেন আই এম বাংলাদেশী (ইংরেজি হরফে লেখা) পেজের অ্যাডমিন সায়ের জুুলকারনাইন, আমি কিশোর, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও মোস্তাক আহম্মেদ নামে পাঁচজন দীর্ঘদিন ধরে ওই ফেসবুক পেজটি পরিচালনা করে আসছেন।
এই ফেসবুক পেজ থেকে জাতির জনক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহামারী সম্পর্কে গুজব, রাষ্ট্র/সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিপ্রায়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। অপপ্রচার বা মিথ্যা জেনেও তাঁরা গুজবসহ বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছিলেন। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেছে র‌্যাব।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩০ মে পর্যন্ত

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে।

গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন জানিয়েছেন, রোজা ও ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।

সচিব বলেন, করোনাভাইরাসের কারণে এক মাসের বেশি সময় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্ধারিত ভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে বার্ষিক শিক্ষাপঞ্জি হিসেবে রোজার ছুটি শুরু হয়েছে। এরপর ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। সব মিলে আগামী ৩০ মে’ পর সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।

তিনি বলেন, এ বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশনা দেয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্তু বর্ধিত করে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রী সম্প্রতি তার বক্তব্যে জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়বে কি না তা পরে যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে ব্যবস্থা নেয়া হবে।

সোমবারের সরকারি ছুটির আদেশে বলা হয়, ৭ থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বৌদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। এর আগে গত ২৩ এপ্রিল সাধারণ ছুটি ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বর্ধিত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তা বাড়িয়ে ১৬ মে করা হলো।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম ভাইরাসে আক্রান্ত রোগী সনক্তের পর প্রথম গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে দফায় দফায় ছুটি বাড়ানো হয়।

সব শিক্ষা বোর্ড সীমিত আকারে খোলা হচ্ছে

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

কিছুটা বিলম্বে হলেও এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তাগিদে সীমিত পরিষরে সব শিক্ষা বোর্ড খোলা হচ্ছে। স্থানীয় ডাক বিভাগের মাধ্যমে উত্তরপত্র বা ওএমআর শিট (অপটিক্যাল মার্ক রিডার) বোর্ডগুলোতে পাঠানোর জন্য পরীক্ষকদের জানানো হয়েছে।

করোনা মহামারীর কারণে টানা ৪১ দিন বন্ধ থাকার পর মে মাসের শেষের দিকে এ ফল প্রকাশের লক্ষ্য নিয়ে শিক্ষা বোর্ড কাজ শুরু করেতে যাচ্ছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানাগেছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে চলতি মে মাসের শেষের দিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এ লক্ষ্যে দেশের সব পরীক্ষকে ১০ মে’র মধ্যে স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে বোর্ড অফিসে পরীক্ষার উত্তরপত্র পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে। আর যাদের সুযোগ আছে তারা যেন সরাসরি বোর্ডে এসে উত্তরপত্র জমা দিয়ে যান। তবে শহরের বাইরে যারা আছেন কিংবা যাদের পোস্ট অফিসের সুযোগ নেই তাদের উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে উত্তরপত্র জমা দিতে বলা হয়েছে।

ইতোমধ্যে শিক্ষা বোর্ডের তালিকায় থাকা প্রধান পরীক্ষকের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এই তথ্য জানিয়ে দেয়া হয়েছে, যাতে তারা নিজ দায়িত্বে চলতি মাসের ১০ তারিখের মধ্যে পোস্ট অফিসে গিয়ে রেজিস্ট্রি ডাকের মাধ্যমে উত্তরপত্র নিজ নিজ শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেন। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও এ বিষয়ে নোটিশ দেয়া হয়েছে।

বিগত বছর গুলোর মতো এবারও স্ব স্ব শিক্ষা বোর্ডেও ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ঘরের বাইরে না গিয়ে কীভাবে সহজেই শিক্ষার্থীদের ফলাফল পৌঁছে দেয়া যায়, সে বিষয়টি নিয়েও শিক্ষা বোর্ডগুলো থেকে চিন্তাভাবনা করা হচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুঃ জিয়াউল হক বলেন, করোনা পরিস্থিতির কারণে গত ৪১ দিন ধরে শিক্ষা বোর্ডগুলো বন্ধ। এ কারণে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতির ৩০ শতাংশ অসম্পন্ন রয়েছে। বর্তমানে পরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে পোস্ট অফিসের মাধ্যমে উত্তরপত্র সংগ্রহ করা হচ্ছে। আগামী ১০ মে’র মধ্যে সব উত্তরপত্র বোর্ডে জমা দিতে বলা হয়েছে। ফলাফল প্রকাশের প্রস্তুতির জন্য ৭ মে থেকে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখাগুলো খোলা হবে। তিনি আশা করছেন, মে মাসের শেষের দিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মে মাসের শেষভাগে বিশেষ করে ২০ থেকে ২৫ তারিখের মধ্যে টার্গেট করে শিক্ষা বোর্ডগুলোকে এএসসি ও সমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন বলেন, করোনার কারণে ফল প্রকাশে কিছুটা দেরি হচ্ছে। তবে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সাথে সম্প্রতি বৈঠক হয়। তারা জানিয়েছেন, এসএসসি পরীক্ষার ফলাফল তৈরির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

অর্থনীতিকে সচল করতে প্রাণহানির শঙ্কা ট্রাম্পের

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

অর্থনীতিকে ফের সচল করতে হলে আরও বেশি মার্কিন নাগরিকের প্রাণহানির শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি মাস্ক তৈরির একটি কারখানা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক দূরত্ব বজায় না রাখলে এবং বন্ধ অর্থনীতি ফের চালু করলে সাধারণ নাগরিকদের প্রাণহানি বাড়িয়ে দেওয়ার সম্ভাবনার আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, এরকম সম্ভাবনা রয়েছে।’

মঙ্গলবার আরিজোনা অঙ্গরাজ্যের রাজধানী ফিনিক্সের হানিওয়েল ফ্যাক্টরি পরিদর্শনে যান ট্রাম্প। লকডাউন শুরুর পর প্রথম কোন কারখানা পরিদর্শনে গেলেন তিনি। এসময় তিনি মাস্ক পরতে অস্বীকৃতি জানান।

ইতোমধ্যে নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সব প্রচারণা বন্ধ হয়ে গেছে। ভাইরাসের সংক্রমণে ৭১ হাজার মার্কিন নাগরিক মারা গেছেন এবং আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্যকর্মী এবং অন্যদের জন্য মাস্ক তৈরির কাজে নিয়োজিত হানিওয়েলের কর্মীদের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, আমরা আমাদের দেশ ফিরিয়ে আনতে যাচ্ছি।

ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরতে বলা হলেও শুরু থেকেই এর কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করে আসছিলেন ট্রাম্প। দীর্ঘদিন পর হোয়াইট হাউস থেকে বের হলেও মাস্ক না পরার ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

সময়ের আলোর আরেক সাংবাদিকের মৃত্যু

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দৈনিক সময়ের আলোর পত্রিকা আরেক সাংবাদিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পত্রিকাটিতে সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

জানাগেছে, মঙ্গলবার ভোরে সেহরির খাওয়ার জন্য সাংবাদিক মাহমুদুল হাকিম অপুকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করেন স্ত্রী। কিন্তু সংবাদিক তিনি স্বামীকে মৃত অবস্থায় বিছানায় পান।

এ বিষয়ে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর প্রতিবেদক হাবিবুর রহমান বলেন, মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসায় ছিলেন। মঙ্গলবার ভোর রাতে তার স্ত্রী সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গিয়ে স্বামীকে মৃতঅবস্থায় দেখতে পান।

তিনি জানান, সময়েন আলো পত্রিকার খোকন মারা যাওয়ার পর পাঁচজনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় বসবাস করছেন।’

গত ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার স্ত্রী ও ছেলের শরীরে করোনা ধরা পড়ে। তার স্ত্রী বর্তমানে একটি হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এসএম হারুন অর রশীদ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বওে কবর পাওয়া গেছে। রোববার নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বিটিভির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরনো অনুষ্ঠান চালানো হতে পারে বলে জানা গেছে।

শনিবার রাত পর্যন্ত বেসরকারি টেলিভিশন এনটিভির মোট ১৩ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকআপম্যানসহ আরও চারজন রয়েছেন।

ঝিনাইদহে পুলিশের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

0

 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সনাতনপুর পুলিশ ক্যাম্পো এক এসআই এর বিরুদ্ধে দরিদ্রদের লাগানো বেশ কিছু গাছ কেটে নেওয়ার অভিযোিগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরের দিকে গাছের কয়েকটি গুঁড়ি উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা।

উপজেলা বন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, উপজেলার দখলপুর যাত্রীছাউনি থেকে মৃগেবাথান পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের উভয় পাড়ে এলাকার হতদরিদ্ররা বেশ কিছু গাছ রোপণ করে। সোমবার সকালের দিকে সনাতনপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই শামিম রেজা স্থানীয় লোদেও দিয়ে একটি আকামমনি গাছকেটে লুকিয়ে রাখেন। এ খবর পেয়ে মঙ্গলবার সদর উপজেলার সাধুহাটি গ্রামের হায়দার আলীর পরিচালনাধীন শাপলা স’ মিল থেকে গাছের ৫টি গুঁড়ি উদ্ধার করা হয়।

দখলপুর বনায়ন সমিতির সভাপতি আলী হাসান জানান, ৪০ জন হতদরিদ্র সদস্য বন বিভাগের সঙ্গে চুক্তি করে প্রায় ১৫ বছর আগে গাছগুলো লাগায়। কিছুদিন আগের ঝড়ে কয়েকটি গাছ উপড়ে পড়ে। সোমবার বেলা অনুমান ১১টার দিকে একটি আকাশমনি গাছ কেটে নেন স্থানীয় সনাতনপুর পুলিশ ক্যাম্পের এসআই শামিম রেজা।

তিনি অভিযোগ করেন, গাছকাটার প্রতিবাদ করায় তাকে ভয়-ভীতিসহ আরও গাছকাটার হুমকি দেয়া ওই পুলিশ অফিসার। এর আগেও ক্যাম্পে জ্বালানির কথা বলে আরও ৩টি গাছ কেটে নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এসআই শামিম রেজা গাছকাটার কথা স্বীকার করে বলেন, গাছগুলো মরা ছিল। তাই ক্যাম্পের জ্বালানি কাঠের জন্য গাছগুলো কাটা হয়েছে। সেগুলো ফাঁড়ার জন্য স’মিলে রাখা হয়েছিল।

জেলা বন বিভাগের কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন বলেছেন, হতদরিদ্রদের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক বনায়ন কর্মসূচির অধীন লাগানো গাছকাটার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রণের জন্য পুলিশ সুপার বরাবর চিঠি পাঠানোর হয়েছে।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, ব্যক্তির দায় পুলিশ নেবে না। বেআইনিভাবে গাছকাটার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশালে কালবৈশাখী ঝড়ে ট্রলার ডুবি

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

বরিশালের মেঘনা নদীতে ঝড়ের কবলে পরে ট্রলার ডুবির ৭ ঘণ্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার করার বিষয় নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান।

বুধবার সকালে হিজলা গৌরব্দী ইউনিয়ন সংলগ্ন মেঘনার মোহনায় এই ট্রলার দুর্ঘটনা ঘটেছে।

ট্রলার দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেদ আলীর ছেলে আবদুর রব বেপারী (৫৫) ও একই এলাকার আবদুস সালামের ছেলে মোঃ রাজীব (১৫)।
সকাল ৭বটার দিকে হিজলা উপজেলার চর্মকীল থেকে খালিশপুরের উদ্দেশ্যে ট্রলারটি যাত্রা করে। হঠাৎ শুরু হওয়া কাল বৈশাখী ঝড়ের কবলে পওে ট্রলারটি। এই ট্রলালে থাকা ১০ জন শ্রমিক মেঘনা নদী পাড়ি দিচ্ছিল। এতে আটজন শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও দুইজন শ্রমিক নিখোঁজ হয়। পরে দুপুর ২টার দিকে ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

শ্রমিকদেও মৃতদেহ উদ্ধরের বিষয়টি নিশ্চিত করেছেন মেমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার নাশীর উদ্দিন।

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হতে পারেন সাংবাদিক শফিকুল

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে গ্রেপ্তার দেখাবে পুলিশ। সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ কথা জানিয়েছে।

শফিকুল প্রথম গ্রেপ্তার হন দেশে অবৈধ অনুপ্রবেশের মামলায়। এরপর গ্রেপ্তার দেখানো হয় ৫৪ ধারার মামলায়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, শফিকুলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তারা এখন তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারেন। বিধি অনুযায়ী এ প্রক্রিয়াতেই এগোনোর কথা বলে জানান তিনি।

এই তিনটি মামলার একটি শেরে বাংলা নগর থানায় বাদী সাংসদ সাইফুজ্জামান শিখর এবং অন্য দুটি হাজারীবাগ ও তেজগাঁও থানায়। হাজারীবাগ থানায় মামলা করেছেন যুব মহিলা লীগ নেত্রী ইয়াসমীন আরা বেলী এবং তেজগাঁও থানায় বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা রহমান।

শফিকুল ইসলাম কাজল বর্তমানে ৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে যশোর কারাগারে আছেন। এর আগে শনিবার দিবাগত রাতে শফিকুলকে বেনাপোল থেকে উদ্ধারের খবর পাওয়া যায়। বিজিবি পাসপোর্ট আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে জানায়, পায়ে হেঁটে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহলদল তাঁকে গ্রেপ্তার করে।

শফিকুল ইসলামের ছেলে মনোরম পলক এ প্রতিবেদকে বলেন, বেনাপোল থানা থেকে পুলিশ তাঁকে বাবাকে নিতে যশোরে যেতে বলেছিলেন। তিনি ভাবতেও পারেননি তাঁর বাবাকে আবারও কারাগারে পাঠানো হবে।

সোমবার শফিকুলের আইনজীবী দেবাশীষ দাশ বলেন, পাসপোর্ট আইনে যে মামলাটি হয়েছে সেটি জামিনযোগ্য। আদালতে শফিকুলকে উপস্থাপনের পর তিনি রায় দেবার জন্য কিছুটা সময় নেন। পরে জামিন দিয়ে দেন। কিন্তু কিছুণ পর পুলিশ আদালতকে জানায়, শফিকুলেরর নামে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আছে। তাঁকে আটক রাখা প্রয়োজন। এরপরই আদালতের নির্দেশে শফিকুলকে কারাগারে পাঠানো হয়।

আদালত শফিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অগ্রগতি প্রতিবেদন ১৯ মের মধ্যে জমা দিতে বলেছেন।

এর মধ্যে আর জামিন প্রার্থনা করবেন কি না জানতে চাইলে দেবাশীষ দাশ বলেন, মহামারী শুরুর পর আদালত সংপ্তি সময়ের জন্য বসছে। সাধারণত আসামি গ্রেপ্তারের পর তাঁদের ব্যাপারে পরবর্তী বিচারিক ব্যবস্থাটুকু নেওয়ার জন্যই আদালত কাজ করছেন। রোববার দুপুরের পর আদালত বসে এবং কিছুণ পর কার্যক্রম শেষ হয়ে যায়। ফলে একটি মামলায় জামিন হলেও, অন্য মামলায় জামিন আবেদনের সুযোগই পাননি তাঁরা।

এদিকে শফিকুল ইসলাম কাজলের পরিবার চকবাজার থানায় যে অপহরণ মামলা করেছিল, সে মামলার পরবর্তী কার্যক্রম কি হবে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদারের সঙ্গে কথা হয়। মওদুদ বলেন, অন্য মামলাগুলোয় শফিকুল ইসলাম কাজল আসামি হলেও, অপহরণ মামলায় শফিকুল ‘ভিক্টিম’। তবে তিনি জামিন পাবার আগে এই মামলায় তাঁর সঙ্গে কথা বলার সুযোগ চকবাজার থানার নেই।

চকবাজার থানার ওসি বলেছিলেন, নিখোঁজ হওয়ার পর থেকে শফিকুল ইসলামের মুঠোফোন বন্ধ ছিল। গতমাসের ৯ এপ্রিল খুব অল্প সময়ের জন্য ফোনটি খোলা হয়। তখন তাঁর অবস্থান ছিল বেনাপোল। ঢাকা থেকে অপহরণের একমাস পর বেনাপোলে তাঁর অবস্থান ও ভারত থেকে দেশে পায়ে হেঁটে প্রবেশ নিয়ে সরকার কিছুই বলছে না।

সর্বশেষ সংবাদ

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি সংরক্ষণের অভাবে প্রতিবছর উৎপাদিত পেঁয়াজের প্রায় ২৫ থেকে ৩০ ভাগ পঁচে যায় বা নষ্ট হচ্ছে। এতে কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। তবে...

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

দ্রোহ অনলাইন ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন...

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান "গিট্টু সোহাগ ও টুকু" এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা। ফিলিপনগর ইউনিয়নের...

বর্ণ খেলা

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান...

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ...