রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
Home Blog Page 749

ঘরে থাকলেই নিরাপদ থাকবো – পূর্ণিমা

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতির কারণে থমকে আছে বিশ্ব। সব ধরনের কাজ বন্ধ রয়েছে। আমাদের দেশেও প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত এক মাসেরও বেশি সময় ধরে চলছে সাধারণ ছুটি। এমন অবস্থায় সামাজিক দুরত্ব বজায় রাখাকেই করোনাভাইরাস প্রতিরোধের বড় উপায় হিসেবে ধরা হচ্ছে। এ কারণে সবাই বাসায় অবস্থান করছেন। চিত্রনায়িকা পূর্ণিমাও এক মাসের বেশি সময় ধরে বাসায় রয়েছেন। করোনা সচেতনতায়ও ভূমিকা রাখছেন নিজের মতো করে।

চিত্র নায়িকা পূর্নিমা বলেন, করোনাভাইরাস এমন একটি ভাইরাস যার কোন ভ্যাকসিন আবিস্কার হয়নি। তাই আপাতত এ ভাইরাসের ওষুধ হচ্ছে ঘরে থাকা। আপনি আমি ঘরে থাকলেই নিরাপদ থাকবো। তাই সবাইকে অনুরোধ করবো ঘরে থাকার।

এদিকে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান এ নায়িকা। তিনি বলেন, এখন সবাই চিন্তায় আছেন, অনিশ্চয়তার মধ্যে আছেন। তবে আমি মনে করি ঘরে থাকলে ও সচেতন থাকলে আমরা এই অবস্থা থেকে বের হতে পারবো। সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে সবাইকে ঘরে থাকতে।

অমিতাভের মৃত্যুর গুজব রটনায় সাইবার ক্রাইমে মামলা

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

সম্প্রতি টিকটকের একটি ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়ে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মৃত্যুর সংবাদ। এ ঘটনায় সাইবার ক্রাইমে একটি মামলা দায়ের করেছেন অভিনেতার এক ভক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, টিকটকে পোস্ট করা ভুয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে এই অভিনেতার মৃত্যুতে মুষড়ে পড়েছেন ভক্তরা। এক টিকটক ব্যবহারকারী ওই ভিডিওর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে পোস্ট করেন। টুইটারে তিনি লেখেন বচ্চন স্যার, একজন ব্যক্তি আপনার মৃত্যুর ভুয়া ভিডিও প্রকাশ করেছে। আমি সাইবার ক্রাইমে তার বিরুদ্ধে অভিযোগ করেছি। দয়া করে আপনি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিন। সম্প্রতি ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুতে শোক নেমে আসে ফিম দুনিয়ায়।

এই সুযোগ কাজে লাগিয়েছে গুজব সৃষ্টি কারীরা। ভুয়া খবর প্রকাশ করে জনমনে উদ্বেগের সৃষ্টি করছে তারা। এর আগে তারা বলিউডের আরেক বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে গুজব ছড়ায়। পরে জানা যায়, এ অভিনেতা সুস্থ আছেন এবং বাসাতেই অবস্থান করছেন।

চিত্রগ্রাহক সমিতির তহবিলে কবরী দিলেন লাখ টাকা

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে কষ্টে দিন কাটানো ঢাকাই সিনেমার শিল্পী ও কলাকুশল দের পাশে দাড়ালেন চিত্রনায়িকা করবী।

দিনমজুরের ভিত্তিতে যারা ফিমে কাজ করেন তারা পড়েছেন বেশি বিপদে। শুটিং বন্ধ, বাইরে কাজ নেই, ঘরে তৈরি হচ্ছে খাবারের সংকট। অনেকে মুখ ফুটে সাহায্য চাইতেও পারছেন না।

ক্যামেরার পেছনের এই সব মানুষদের পাশে দাঁড়ালেন মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা কবরী। তিনি চিত্রগ্রাহক সমিতির তহবিলে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু।

তিনি বলেন, ‘আমাদের সমস্যা হলো আমরা তো রিলিফের লাইনে দাঁড়াতে পারি না। হাত পাততে পারি না। কবরী ম্যাডামের কাছে আমরা কৃতজ্ঞ। তার কাছে পাওয়া অর্থ আমরা অসহায় ক্যামেরাপারসন ও সহকারীদের কাছে পৌঁছে দেব।’

জানা গেছে, চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সদস্য ৮০ জন। এই অবস্থায় কষ্টে আছেন ২৫ জন সদস্য। বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির তহবিলে এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতিও অনুদান দিয়েছে। এর বাইরে অভিনয়শিল্পী হিসেবে প্রথম অর্থসহায়তা দিলেন কবরী।

চীনের প্রথম মঙ্গল মিশনের নাম ঘোষনা

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

চীনের মহাকাশ দিবসে দেশটির জাতীয় মহাকাশ কর্তৃপ (সিএনএসএ) তাদের প্রথম মঙ্গল অনুসন্ধান মিশনের নাম তিয়ানওয়েন-১ ঘোষনা দিয়েছে।

শুক্রবার দেশটির অনুসন্ধান মিশন তিয়ানওয়েন সিরিজের নামে ঘোষনা দেয় হয়।

‘তিয়ানওয়েন’ নামটি এসেছে এক দীর্ঘ কবিতার শিরোনাম থেকে, যার অর্থ স্বর্গের প্রতি প্রশ্ন। প্রাচীন চীনের অন্যতম শ্রেষ্ঠ কবি কো ইউয়ান (প্রায় ৩৪০-২৭৮ খ্রিষ্টপূর্বাব্দ) এটি লিখা হয়েছিল।

তিয়ানওয়েন কবিতায় কো ইউয়ান আকাশ, নত্র, প্রাকৃতিক ঘটনা, মিথ এবং বাস্তব জগতকে জড়িয়ে শ্লোকে একাধিক প্রশ্ন উত্থাপন করেছিলেন। সেই সাথে সত্য অনুসন্ধানে কিছু সনাতন ধারণা এবং চেতনা সম্পর্কে তার সন্দেহ দেখান।

সিএনএসএ জানিয়েছে, ভবিষ্যতে চীনের সব গ্রহ অনুসন্ধান মিশন তিয়ানওয়েন সিরিজের নামে করা হবে। যা সত্য ও বিজ্ঞানকে অনুসরণ এবং প্রকৃতি ও মহাবিশ্বকে অনুসন্ধানে চীনা জাতির অধ্যবসায়ের ইঙ্গিত দেয়।

সিএনএসএ চীনের গ্রহ অনুসন্ধান মিশনের লোগোও উন্মোচন করে। এর সি বর্ণটি চীন, আন্তর্জাতিক সহযোগিতা এবং মহাশূন্যে প্রবেশের সমতা বুঝায়।

চীন ২০২০ সালে মঙ্গলে অনুসন্ধান শুরু করার পরিকল্পনা করেছে গ্রহণ করে।

আশরাফুলের ব্যাট নিলামে তোলা হচ্ছে

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে অসহায়দের আর্থিক সহায়তার জন্য ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিলামের সকল কিছুর আয়োজন করা হচ্ছে অকশন ফর অ্যাকশন পেজের মাধ্যমে। ব্যাটের নিলামের দিনণ নির্ধারিত না হলেও, ভিত্তিমূল্য চূড়ান্ত করেছেন আশরাফুল। তার কার্ডিফ মহাকাব্যের ব্যাটটি কিনতে হলে সর্বনিম্ন দিতে হবে ৮ লাখ টাকা।

রবিবার আশরাফুল জানান, ‘আমার কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপে সেঞ্চুরি করা ব্যাটের ফোর প্রাইস (ভিত্তিমূল্য) ঠিক করেছি ৮ লাখ টাকা। আশা করছি এখান থেকে আরও বেশি দাম উঠবে।’

সাইফ, আফিফরা বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা হতে পারে – মাহমুদুল্লাহ

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের শীর্ষস্থানীয় অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন, টাইগার দলের পরবর্তী বড় তারকা হয়ে উঠতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং আফিফ হোসেন।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বিশ্বের সেরা ক্রিকেটারদের সারিতে নাম লিখিয়েছেন মোসাদ্দেক হোসেন। যদিও, মোসাদ্দেক আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নিজের সমতার প্রমাণ দিতে পারেননি।

রবিবার রাতে ইনস্টাগ্রামে তামিম ইকবালের সাথে লাইভ সেশনে যোগ দিয়ে এ মন্তব্য করেন মাহমুদুল্লাহ।

শনিবার রাতে মুশফিকুর রহিমের সাথে ইনস্টাগ্রাম লাইভ শোর ধারাবাহিকতা শুরু করেন তামিম। পরের দিন রাতে তামিম লাইভে মাহমুদুল্লাহর সাথে দীর্ঘ ৪০ মিনিট আলোচনা করেন।

লোয়ার মিডল অর্ডারে কে বড় ভূমিকা নিতে পারেন- তামিমের এমন প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ বলেন, তিনি মনে করেন বাংলাদেশের সেটআপে সাইফুদ্দিনের বড় তারকা খেলোয়াড় হয়ে উঠার দতা আছে। সে বড় বড় শট খেলতে পারে। তাদের দলে আফিফ হোসেনও রয়েছে। তিনি বিশ্বাস করেন তারও বড় মাপের খেলোয়াড় হয়ে উঠার সম্ভাবনা রয়েছে। একই সাথে মোসাদ্দেক হোসেনের সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে তামিমের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, তুমি নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। বাংলাদেশের ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তোমার। আমি বিশ্বাস করি আগামী দিনে তোমার আরও অনেক কিছু করার সম্ভাবনা আছে। আমিও লোয়ার অর্ডারে ভালো খেলার চেষ্টা করি। কখনও কখনও আমি ভালো কিছু করতে পারি এবং কখনও কখনও আবার আমি ব্যর্থও হই। আমি মনে করি, ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে আমাকে আরও পরিশ্রম করতে হবে।’

জাতীয় দলে আসার প্রথমদিকের সময়গুলোতে মাহমুদুল্লাহ হার্ড-হিটার ব্যাটসম্যান ছিলেন না। তবে ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপ চলার সময়ে ব্যাটিং স্টাইল পরিবর্তন করে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপে পর পর শতক করেছিলেন।

মাহমুদুল্লাহ বলেন, বাংলাদেশের প্রাক্তন কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরামর্শে তার ব্যাটিংয়ের ত্রেটি আরও ভালো হয়েছে।

কোটালীপাড়া বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

0

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তৃপ্তি বৈদ্য (২০) নামে এক গৃহবধূর বিদ্যুতপৃষ্টে মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। তৃপ্তি বৈদ্য এ গ্রামের রিপন মল্লিকের স্ত্রী।

কোটালীপাড়া থানার ওসি লুৎফর রহমান বলেন, তৃপ্তি বৈদ্য তার নিজ ঘরে আইপিএস এ লাইন দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তৃপ্তি বৈদ্যকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

করোনায় এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যুর শঙ্কা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাস মহামারিতে এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে বলে শঙ্কা পকাশ করেছেন। মৃতের সংখ্যা তার আগের পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ার পর তিনি এ মন্তব্য করেন। চলতি বছর শেষদিকে একটি প্রতিষেধক তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রবিবার ফক্স নিউজ সম্প্রচারিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ৭৫ হাজার থেকে এক লাখ মানুষ হারাতে যাচ্ছি। এটি ভয়াবহ একটি ব্যাপার।

এর আগে শুক্রবার ট্রাম্প আশঙ্কা করেছিলেন, এ মহামারিতে এক লাখের কম মার্কিন নাগরিকের মৃত্যু হবে। এছাড়া, গত সপ্তাহের শুরুতে তিনি ৬০ হাজার থেকে ৭০ হাজার মানুষের মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ১১ লাখ ৫৮ হাজার ৪১ জন এবং মারা গেছেন ৬৭ হাজার ৬৮২ জন।

সংক্রমণ কমতে শুরু করায় যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক সংখ্যক অঙ্গরাজ্যেই লকডাউনের বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমরা দেশ বন্ধ করে রাখতে পারি না, তাহলে আমাদের দেশই থাকবে না।’

চলতি বছরের শেষে কোভিড-১৯ এর একটি প্রতিষেধক তৈরি করা সম্ভব বলে বলেও আশা প্রকাশ করেন তিনি।

যদিও হোয়াইট হাউস করোনা ভাইরাস টাস্কফোর্সের শীর্ষ নেতা ডাঃ অ্যান্থনি ফসিসহ অন্য চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রতিষেধক তৈরি হতে আরও অন্তত ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।

২২ এপ্রিল যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইটি বলেন, আগামী বছরের মধ্যে করোনা ভাইরাসের কার্যকর প্রতিষেধক বা চিকিৎসা আসার সম্ভাবনা ‘খুবই কম’।

এদিকে ট্রাম্প জানান, তিনি চান, শরতে শিার্থীরা স্কুল-কলেজে ফিরুক। যদিও এতে সংক্রমণ আবার বাড়তে পারে।

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের প্রণোদনার পরিমাণ ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়ানো যেতে পারে মন্তব্য করেন ট্রাম্প। ইতোমধ্যে প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।

এদিকে ট্রাম্প আবারও বলেছেন, চীন ‘ভয়াবহ ভুল’ করেছে। তবে চীন কী ভুল করেছে এনিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

অন্যদিকে দিনের শুরুতেই মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘চীনের গবেষণাগার থেকেই কোভিড-১৯ ছড়ানোর পে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে।

১৬ মে পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়ানো হয়েছে। জরুরি সেবা দেওয়াসহ দফতরগুলোকে আওতার বাইরে রেখে বিভিন্ন নির্দেশনা মানা সাপেে আগামী ৬ থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ষষ্ঠ দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।

করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও চার দফায় ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।

ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির সেল গঠন

0

I
দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা করে ১৩ সদস্যের ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে সেল’ গঠন করেছে দলটি। বিএনপির সিনিয়র য্গ্মু মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই সেলের আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহামুদ টুকুকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বব্যাপী করোনা মহামারি বিস্তারের ক্রান্তিলগ্নে সভায় ১৩ সদস্যের একটি ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেণ সেল’ গঠন করা হয়। এই সেল পরবর্তীতে বিভাগীয় কমিটি গঠন করবে।

সেলের উপদেষ্টা করা হয়েছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেনকে। আর আহ্বায়ক করা হয়েছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে। এছাড়া সেলের অন্য সদস্যরা হলেন- দলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাঃ ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের সভাপতি ডাঃ হারুন অর রশীদ, ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সালাম, জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

সর্বশেষ সংবাদ

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

দ্রোহ অনলাইন ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন...

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান "গিট্টু সোহাগ ও টুকু" এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা। ফিলিপনগর ইউনিয়নের...

বর্ণ খেলা

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান...

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ...

কুমারখালীতে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযানে আটক পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে...