ঘরে থাকলেই নিরাপদ থাকবো – পূর্ণিমা

0
117

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতির কারণে থমকে আছে বিশ্ব। সব ধরনের কাজ বন্ধ রয়েছে। আমাদের দেশেও প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত এক মাসেরও বেশি সময় ধরে চলছে সাধারণ ছুটি। এমন অবস্থায় সামাজিক দুরত্ব বজায় রাখাকেই করোনাভাইরাস প্রতিরোধের বড় উপায় হিসেবে ধরা হচ্ছে। এ কারণে সবাই বাসায় অবস্থান করছেন। চিত্রনায়িকা পূর্ণিমাও এক মাসের বেশি সময় ধরে বাসায় রয়েছেন। করোনা সচেতনতায়ও ভূমিকা রাখছেন নিজের মতো করে।

চিত্র নায়িকা পূর্নিমা বলেন, করোনাভাইরাস এমন একটি ভাইরাস যার কোন ভ্যাকসিন আবিস্কার হয়নি। তাই আপাতত এ ভাইরাসের ওষুধ হচ্ছে ঘরে থাকা। আপনি আমি ঘরে থাকলেই নিরাপদ থাকবো। তাই সবাইকে অনুরোধ করবো ঘরে থাকার।

এদিকে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান এ নায়িকা। তিনি বলেন, এখন সবাই চিন্তায় আছেন, অনিশ্চয়তার মধ্যে আছেন। তবে আমি মনে করি ঘরে থাকলে ও সচেতন থাকলে আমরা এই অবস্থা থেকে বের হতে পারবো। সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে সবাইকে ঘরে থাকতে।