রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Home Blog Page 6

ঝিনাইদহে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য, কর্মস্থলে ফেরত যাত্রীরা শিকার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের পরিবহন কাউন্টারগুলো ঈদ যাত্রায় ফিরতি টিকিটের দাম বেশী নিচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। এ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শুক্রবার বিকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা মুখি যাত্রীদের কাছ থেকে ৬৫০ থেকে ৮০০ টাকার ভাড়া ১২শ থে ১৪ শ টাকা আদায় করা হচ্ছে। এ নিয়ে যাত্রী ও মালিক শ্রমিকদের সাথে যাত্রীদের হাতাহাতির ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের নামে অভিযোগ করেন এক যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসালে পরিবহন শ্রমিকরা অভিযোগকারী যাত্রীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করে। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস উপস্থিত ছিলেন।

সাব্বির আহম্মেদ নামে এক যাত্রী জানান, তিনি ঝিনাইদহ থেকে সায়েদাবাদ টিকেট কেটেছেন ১২০০ টাকা দিয়ে। অথচ এই ভাড়া ৬৫০ টাকা। তার কাছ থেকে ডাবল ভাড়া আদায় করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মামুন পরিবহনের একজন যাত্রী বলেন তার কাছ থেকে ৬৫০ টাকার ভাড়া ১৫০০ টাকা নেওয়া হয়েছে।

কাউন্টার মাষ্টাররা জানান, এই ভাড়া ঢাকা থেকে বৃদ্ধি করে তাদের আদায় করার নির্দেশনা প্রদান করা হয়েছে। তারা মালিকের নির্দেশ পালন করছেন মাত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্টার মাষ্টার জানান, ঢাকা বাস মালিক সমিতির কথা মতো অতিরিক্ত ভাড়া আদায় করতে গিয়ে তারা বিব্রত, এমনকি মারামারির মতো ঘটনা ঘটছে।

ঝিনাইদহ বাস মালিক সমিতি পরিচালনা পরিষদের প্রধান রোকনুজ্জামান রানু বলেন, কাউন্টার শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে না। ঢাকা পরিবহন মালিক সমিতি ভাড়ার এই রেটকোট নির্ধারণ করে তা আদায় করতে বলেছে। ঢাকা রুটে চলাচলকৃত গাড়ির মালিকরাই অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে জড়িত।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগকারী যাত্রীকে লাঞ্চিত করার সময় মাত্র দুইজন পুলিশ কনস্টেবল ছিল। এ কারণে পুলিশ এ্যকশানে যেতে পারেনি। তিনি বলেন লাঞ্চিত যাত্রী থানায় কোন অভিযোগ করেনি।

আরও পড়ুন – কুমারখালীতে গাড়ি চাপায় চারমাসের শিশু নিহত

ঝিনাইদহ সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, বেশি ভাড়া যাতে আদায় করেত না পারে সে জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তিনি বলেন, বেশি ভাড়া আদায় করার শাস্তি খুবই দুর্বল। এ কারণে বাস মালিকরা বেপরোয়া হয়ে উঠেছে। তারপরও প্রশাসন সজাগ রয়েছে।

কুমারখালীতে গাড়ি চাপায় চারমাসের শিশু নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে খালাতো ভাইয়ের সুন্নতে খৎনা অন্ষ্ঠুানে যাওয়ার পথে অবৈধযান করিমন গাড়ির চাপায় নাঈম নামের চারমাসের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সকালে কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিক্সাচালক নাজমুল হোসেনের ছেলে।

এ ঘটনায় ঘাতক গাড়ি চালক আমিনুল ইসলাম (৩৫) কে আটকের পর পুলিশে সোপার্দ করেছেন বিক্ষিপ্ত জনতা। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার মহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ব্যাটারিচালিত অটোভ্যানে শিশু নাঈম তার মা, বাবা, নানা, নানিসহ স্বজনরা কুমারখালীর এলংগী এলাকা থেকে খোকসার একটি গ্রামে সুন্নতে খৎনা অন্ষ্ঠুানে যাচ্ছিল। পথিমধ্যে কুমারখালীর পৌরসভার আমতলা এলাকায় অটোগাড়িটি বাকা মোড়ে মায়ের কোল থেকে শিশু নাঈম সড়কের ওপর ছিটকে পড়ে। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি করিমন গাড়ি শিশুটিকে চাপা দেয়। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তারা আরও জানায়, এ ঘটনায় চালককে আটকের পর পুলিশের কাছে সোপার্দ করা হয়।

এ সময় বিলাপ করতে করতে নাঈমের মা মালা খাতুন বলেন, ‘আমার সোনা আমার দেখলেই হাসতরে। আমি কি জবাব দিবনে। আমি ক্যাম্বা থাকবনেরে। কি নিয়ে বাড়ি যাব?’

এ সময় নাঈমের নানা ও ভ্যানচালক শহিদুল বলেন, কলিমহর আরেক নাতি ছেলের সুন্নতে খৎনা অন্ষ্ঠুানে যাচ্ছিলাম। পথে বাকা মোড়ে আমার মেয়ে মালা ও নাতি নাঈম রাস্তার ওপরে পড়ে যায়। তখন করিমন গাড়ি নাঈমকে চাপা দিয়ে মারে ফেলে।

বাবা নাজমুল বলেন, ‘অবৈধ গাড়ির চাপায় ছেলে মারা গেছে। চালক আটক আছে। বিচারের আশায় থানায় মামলা করব।’

আরও পড়ুন – খোকসার নতুন দাশপাড়ায় জমে উঠেছে বাসন্তি পূজা

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, করিমন গাড়ির চাপায় এক শিশু মারা গেছে। চালককে মারধরের পর জনতা পুলিশের কাছে সোপার্দ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খোকসার নতুন দাশপাড়ায় জমে উঠেছে বাসন্তি পূজা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ১৫ গজ দূরত্বে পৃথক দু’টি মন্ডপে জমে উঠেছে বাসন্তি পূজা। পৃথক প্রতিমা, পৃথক ব্যবস্থাপনা থাকলে অভাব নেই সৌহাদ্য সম্পৃতির।

মাত্র ১৫ ঘর ঋষি পরিবারের বাস উপজেলার বেতবাড়িয়া ইউনিয়ন কমলাপুর হাওড় নতুন দাশপাড়ায়। এবছরই প্রথম প্রতিমা তুলে বাসন্তি পূজার প্রস্তুতি নেওয়া হয়। বাধসাধে অপ্রকাশিত নেতৃত্বের কন্দোল। শেষ পর্যন্ত ছোট একাটি পাড়ায় দু’টি পৃথক মন্ডপে প্রতিমা তুলে বাসন্তি পূজার করা হচ্ছে। বৃহস্পতিবার পৃথক মন্দিরের দেবী বোধন হয়। শুক্রবার সপ্তমী পূজার মধ্যদিয়ে মূল পূজার আনুষ্ঠানিকতার শুরু হয়েছে। রবিবার দশমী পূজার আনুষ্ঠানিকতার পর গড়াই নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

শুক্রবার দুপুরের সরেজমিনে দেখা যায়, খোকসা-বনগ্রাম গ্রামীন পাকা রাস্তার সিরাজপুর হাওড় নদীর উৎস্যমুখের ব্রিজের আগেই কমলাপুর নতুন দাসপাড়া। পাকারস্তা থেকে নেমে পায়ে হাটা সরু পৃথক গলি দিয়ে ১০০ গজ এগিয়ে গিয়ে পাড়ার মধ্যে ১৫ গজের দূরত্বে দুটি মন্ডপে পৃথক প্রতিমা তুলে পূজা শুরু হয়েছে। মন্দির ঘিরে বসেছে কয়েকটি দোকান। শিশু, বৌ-ঝি থেকে শুরু করে বৃদ্ধরাও ছুটে যাচ্ছে এ মন্দির থেকে ও মন্দিরে। আনন্দ উল্লাশের কমতি নেই। দুটি মন্দিরে তখন সপ্তমী পূজার আয়োজন চলছিল। এর জন্য বিশেষ কোন নিরাপত্তা চোখে পরেনি।

নতুন মন্ডপে পূজারীর সহযোগীতা করছিলেন সন্ধ্যা রানী দাশ। নিজে পাঁচ ক্লাস পর্যন্ত পড়েছেন। দশ বছরের বেশী সময় বিয়ে হয়ে এই নতুন পাড়ায় এসেছেন। তার কাছে পূজা ভাগের বিষয়টি ভালো লাগেনি। সবাই মিলেঝিলে এক পূজা করলেই যেন ভালো হতো।

এই মন্দিরের পূজারীর আর এক সহযোগী নবম শ্রেণির ছাত্রী তৃপ্তি দাসও পূজা ভাগের বিপক্ষে। তিনি আর বলেন, পূজা যখন শুরু হয়ে গেছেই তখন তিন বছর নিয়ম মেনে পূজা করতেই হবে।

পুরাতন মন্দিরের পূজারীর সহযোগিতা করছিলেন বয়বৃদ্ধা রানী বালা দাশ। তিনি বলেন, ২০ বছর আগে এই নতুন পাড়া হয়। তখন এই মন্দির প্রতিষ্ঠিত। এখানে কার্তয়ণী পূজা ও কালীপূজা হয়ে আসছে। এবার পাড়ার ছেলে-ছুকরাদের কি মনে হয়েছে পূজা ভাগ করতে হবে। এইটুকু পাড়ায় দুই খানা পূজা। এবার ঠেলা সামলা।

পুরাতন মন্দিরের সেক্রেটারী ভজন দাশ বলেন, সবাই আমরা আমরা। এখানে বিরোধের কিছু নাই। আমাদের মহিলারা ওই মন্ডপে যাচ্ছে। ওরা আসছে। খাই-দাই চলছে। সবই ঠিকা আছে। এলাকার সবার সহযোগিতায় সুন্দর ভাবে পূজার শেষ নামবে বলে তিনি মনে করেন। বৃহস্পতিবার দুই দফাই পুলিশ এসেছিল। নিরাপত্তার অভাব নেই।

নতুন মন্ডপ কমিটির সভাপতি শান্ত কুমার দাশ বলেন, আমরা সামান্য ১৫ ঘর ঋষি পরিবার এখানে বাস করি। আমাদের সুখে দুখে এলাকার সব ধর্মের মানুষ রয়েছে। ভালোভাবে পূজা শেষ হবে বলে তিনি আশা করছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন – চা খেতে যাওয়ায় কাল হলো বৃদ্ধের

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, পাশা পাশি দুটি মন্ডপে একই পূজা হচ্ছে। ওখানে নিরাপত্তার জন্য পুলিশ পাটি দেওয়া আছে।

চা খেতে যাওয়ায় কাল হলো বৃদ্ধের

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাজারে চা খেতে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ মহম্মদ আলী খান (৮০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার মোড়াগাছা বাজারের অদূরে দ্রæতগতি সম্পন্ন একটি মোটরসাকেলে চালক নিয়ন্ত্রন হারিয়ে বৃদ্ধ মহম্মদ আলী খান (৮০) কে ধাক্কাদেয়। বৃদ্ধ সড়কে পরে গুরুত্বর আহত হন। স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বৃদ্ধ মহম্মদ আলী খান মোড়াগাছা ক্লাবমোড় এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে। ঘাতক মোরসাইকেলের চালকসহ তিন আরহীর বাড়ি কুমারখালী উপজেলায়। স্থানীয়রা তাদের আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

নিহত বৃদ্ধের ছেলে বাদশা খান জানান, তার বাবা বয়বৃদ্ধ হলেও প্রায় দেড় কিলেমিটার দূরের মোড়াগাছা বাজারের যেতেন। এ দিন সকালেও বাজারের চা খেতে যাচ্ছিলেন। বাজারে পৌছানের আগেই তিনি দুর্ঘটনায় আহত হন। আমরা শুনে হাসপাতালে গিয়ে বাবাকে মৃত অবস্থায় পেয়েছি।

তিনি এ ঘটনায় মামলা করবে না। তবে অভিভাবকরা বাচ্চা ছেলেদের হাতে মোটরসাইকেল দেওয়া দুর্ঘটনা বাড়ছে। তার বাবার মত আর কোন বাবা বা ছেলের যেন এভাবে মৃত্যু না হয়। এর জন্য পুলিশ ও অভিভাবকদের উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন – খোকসায় ৮ বছরের শিশু ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার

কুষ্টিয় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, এ ঘটনায় মামলা হবে। মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সাথে ঘাতক চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকদের নাম পরে জানাবেন।

খোকসায় ৮ বছরের শিশু ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার

রাতে নিরাপদে বাড়ি পৌচ্ছে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে পথে ৮ বছরের শিশুকে ধর্ষন করে বৃদ্ধ আফজাল কাজী। বুধবার গভীর রাতে ধর্ষককে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খদ্দোসাধুয়া গ্রামে ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। রাতেই ক্ষুদ্ধ গ্রামবাসী ধর্ষককে গেপ্তারের দাবিতে তার (ধর্ষকের) বাড়ি ঘেরাও করে। পরে রাতেই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষীত ওই শিশুর বাবা একজন রেমিডেন্স যোদ্ধা। তিনি প্রায় ১ বছর প্রবাসে জীবন যাপন করছেন। শিশুটির মা মানসিক প্রতিবন্ধি। ভিক্ষা করেন। শিশুরা তিন বোন। ধষীতা শিশুটি বোনের মধ্যে বড়।

জানা গেছে, মঙ্গলবার সকালে ৮ বছর বয়সী ওই শিশুসহ বেশ কয়েকজনকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী তার বাড়িতে ডেকে নিয়ে যায়। অন্য শিশুরা দিনের ভাগে বাড়ি ফেরে। তবে ৮ বছর বয়সী ওই মেয়ে শিশুটি পেঁয়াজ কাটতেই থাকে। রাত ৮ টার দিকে শিশুকে নিরাপদে বাড়ি পৌচ্ছে দেওয়ার কথা বলে আফজাল কাজী রওনা হয়। পথের মধ্যে রাস্তার পাশে নির্জন স্থানে শিশুটিকে ধর্ষন করে বৃদ্ধ আফজাল কাজী। পরে তাকে (শিশুকে) নিজ বাড়িতে পৌচ্ছে দিয়ে যায় ধর্ষক নিজে।

পরদিন বুধবার দুপুরে শিশুটি পেটের ব্যথায় অসুস্থ্য হয়ে পরে। এর পর ধর্ষনের ঘটনা রেড়িয়ে আসে। খবরটি এলাকায় ছড়িয়ে পরলে রাতেই ক্ষুদ্ধ গ্রামবাসীর ধর্ষক আফজাল কাজীর বাড়ি ঘেড়াও করে। পরে থানা পুলিশ ওই ধর্ষকে আটক করে।

শিশুটির চাচা জানান, আফজাল কাজী শিশুটির সম্পর্কে দাদা। তিনি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

আরও পড়ুন – প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী নিহত

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, শিশুটির সাথে তার সুস্থ্যতার বিষয়ে কথা বলেছেন। পুলিশের গাড়িতে করে শিশুটিকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়া হচ্ছে। অন্যদিকে ধর্ষক বৃদ্ধ আফজাল কাজীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। রাতেই এ ঘটনায় মামলা রেকর্ড করা হবে।

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত রাহাত ইসলাম পলাশ (৩০) কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মরত ছিলেন। নিহত আরেকজন ফাহিম অনিক (২৩) ফ্রিল্যান্সিং করতেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

এ ছাড়াও দুর্ঘটনায় আহত তানভীর গণি (২৩) নামের আরেকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন – চাচীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদার দাবি, দুই ভাতিজা আটক

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, মোটরসাইকেলটি পার্শ্ববর্তী সড়ক থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে উঠে চৌড়হাসের দিকে যাচ্ছিল। এ সময় মজমপুর গেটের দিক থেকে আসা দ্রæতগতির প্রাইভেটকারটি তাদের ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আরোহীরা। এতে দুইজন নিহত হয়েছেন।

চাচীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদার দাবি, দুই ভাতিজা আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননীর (৩০) গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকরা প্রবাসীর ভাইয়ের ছেলে।

বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও ভিডিওসহ দুইটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা হলেন – উপজেলা চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে রেজাউল ইসলাম (৩০) ও বিষু শেখের ছেলে মারুফ হোসেন (১৮)। তারা সম্পর্কে চাচাতো – ফুফাতো ভাই ও পেশায় দিনমজুর।

পুলিশ জানায়, গত সোমবার নিজবাড়ি থেকে এক কাতার প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে রেজাউল ও মারুফ। বুধবার সকালে ওই নারীকে ধারণকৃত ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করেন তারা। সকালে ওই নারী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন এবং পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেফতার করেন। আসামি ও মামলার বাদী সম্পর্কে আপন চাচি-ভাতিজা বলে জানা গেছে।

মামলার বাদী ওই নারী বলেন, রেজাউল ও মারুফ গোপনে ভিডিও ধারণ করে চাঁদা দাবি করেছিলে। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।

আরও পড়ুন – ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দিনমুজুরের

কুমারখালী থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, চাচির ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাদী ও আসামি সম্পর্কে চাচি-ভাতিজা।

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দিনমুজুরের

0

স্টাফ রিপোর্টার

ডাক্তার দেখিয়ে স্ত্রীসহ বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ময়েন উদ্দিন (৬৫) নামের এক দিনমুজুর নিহত হয়েছেন। ঘাতক মোটরসাইকেল চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়েছেন। তবে তার মোটর সাইকেলটি স্থানীয়রা আটক করেছে। ঘাতক মোরসাইকেল চালক ও তার সহযাত্রী নারীর সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার বিলজানি বাজারের পূর্ব দিকে দুর্ঘটনা ঘটে। নিহত দিনমুজুর ময়েন উদ্দিন শেখ (৮০) শিমুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিশংকর পুর খাল পাড়ার মৃত চতুর আলীর ছেলে। তিনি এক সন্তানের পিতা ছিলেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দিনমুজুর ময়েনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর দিনমুজুর ময়েন উদ্দিন ও তার স্ত্রী জাহানারা স্থানীয় বিলজানি বাজার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। বৃদ্ধ দম্পতি বাজার থেকে ২শ গজ পূর্বদিকে পৌচ্ছালে পাশের রাস্তা থেকে একটি দ্রæতগতির মোটরসাইকেল উঠে এসে বৃদ্ধকে চাপাদেয়। স্থানীয়রা আহত দিন মুজুর ময়েন উদ্দিন (৮০) কে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। তাৎক্ষনিক ভাবে আহত দিনমুজুরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে ওই দিনমুজুর মারা যান।

এ ঘটনায় আহত ঘাতক মোটর সাইকেল চালক ছাব্বির (৩০) খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। ঘাতক মোটরসাইকেল চালকের সহযাত্রী নারীর নাম হাসপাতালের রেজিষ্টারে পাওয়া যায়নি। ঘাতকের কুষ্টিয়া ল ১১- ৫৭১১ নম্বরের মোটরসাইকেলটি স্থানীয়রা আটকে রাখে।

নিহতের স্ত্রী বৃদ্ধা জাহানারা জানান, সন্ধ্যায় তারা দু’জনে বিলজানি বাজারে ডাক্তার দেখাতে যান। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরছিলেন। এমন সময় ইউটিউব গ্রামের দিক থেকে ওই মোটরসাইকেলটি রাস্তায় উঠে তার স্বামীকে চাপাদেয়। এ সময় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সে স্বামীর মৃত্যুর খবর পান।

শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মমিন ও সাবেক ইউপি সদস্য আবু জানান, বৃদ্ধ দিনমুজুরের ঘাতক মোরসাইকেল চালকও আহত হয়। তাকে ও তার সহযাত্রী নারীকে উদ্দার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতকের মোটরসাইকেলটি জনতা আটকে পুলিশের কাছে চাবি দিয়েছে। ঘাতকের সাথে তার গার্ল ফ্রেন্ড ছিল বলে তারা দাবি করেন। তারা আরও জানান ঘাতকের বান্ধবিকেও আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন – বন্ধুত্বের ৩০ বছর

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম বলেন, ঘাতক চালকের ফেলে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। তবে ঘাতক বা ঘাতকের সহযাত্রীর সন্ধান পাওয়া যায়নি।

বন্ধুত্বের ৩০ বছর

0

মাধ্যমিক স্তরের বন্ধুত্ব অমোচনীয় কালীর মত। শত চেষ্টাতেও দাগ ফুরায় না। ৩০ বছর আগে ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা। জীবনের প্রয়োজনে ছুটছেন নানা পথে। তার পরেও বছর অন্তে একসাথে হওয়ার প্রয়াস। ঈদুল ফিতরের পরেরদিন মঙ্গলবার সকালে উচ্ছসিত সাবেক শিক্ষার্থীরা বণ্যাঢ র‌্যালী করেন। আয়োজন করেছেন দিনব্যাপী অনুষ্ঠান মালা। বন্ধু ফাউন্ডেশন আয়োজিত র‌্যালীর ছবি গুলো খোকসা বাজারের বিভিন্ন পয়েন্ট থেকে তোলা হয়েছে।

আরও পড়ুন –

আরও পড়ুন –

খোকসার আওয়ামী লীগ নেতাকর্মীরা ঈদ উৎসবে নেই

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতায় অংশগ্রহন করেনি বললেই চলে। স্থানীয় নেতাদের অধিকাংশ রয়েছেন আত্মগোপনে। জেল থেকে বেড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ন নেতা নিরব হয়েগেছেন।

৫ আগস্টে দীর্ঘ ত্রাসের রাজত্বের অবসানের পর আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের প্রধান নেতারা আত্মগোপনে চলে গেছেন। খোকসা পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের প্রায় ১ ডজন নেতাকর্মী বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আটক হয়েছেন। কেউ কেউ আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফিরলেও তারা বাড়ি বা নিজের গন্ডির বাইরে বের হচ্ছেন না।

আওয়ামী লীগের দলীয় পদ, কর্মী ও ভোটার ধরে রাখতে উপজেলা পর্যায়ের নেতারা ঈদ পূজা পার্বণে ঘটা করে কাপড় টাকা চাল সেমাই চিনি বিতরণ করতেন। কিন্তু এবার ওইসব নেতারা এলাকা নেই। অনেক নেতা জনরোশের ভয়ে রয়েছেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত অনেক আগেই আত্মগোপন করেছেন। তবে পারিবারিক ঐতিহ্য ধরে তার মা বেগম মজিদ তার পুত্রদের সহয়তায় প্রায় সহ¯্রাধিক দুস্থ্যদের সাড়ি ও লুঙ্গি উপহার দিয়েছেন।

জেলা আওযামী লীগের সভপতি সদর উদ্দিন খান দল ক্ষমতা হারা হওয়ার পর আত্মগোপনে রয়েছেন।

আরও পড়ুন – খোকসার বিএনপির নেতারা কে কোথায় ঈদ জামাত পড়লেন

উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন, সাড়ে ১৫ বছরের নেতারা আধিপত্ব বিস্তারের যুদ্ধ করেছেন। ফলে সাধারণ মানুষের সাথে দল ও নেতাদের দূরত্ব বেড়েছে। এখন সাধারন মানুষের সাথে মিসতে তারা ভয় পাচ্ছে। হাজত ফেতরাও কারো সাথে মিসছে না। মুলত এইসব নেতারা নিজের দলীয় পরিচয় মুছতে চেষ্টা করছে।

সর্বশেষ সংবাদ

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত...

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

স্টাফ রিপোর্টার একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে...

যৌথ অভিযানে ১৪টি দেশীয় পাখি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন বিভাগ ও বিবিসিএফ এর যৌথ অভিযানে খাঁচাবন্দি ১৪টি দেশি পাখি উদ্ধার হয়েছে। পাখিগুলোর মধ্যে রয়েছে-একটি ঝুঁটি শালিক,...

তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়াার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল...

গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা...