সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Home Blog Page 696

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নির্দেশনা দিলো সরকার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি কর্মচারীদের জন্য নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এ পরিপত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু সিলেকশনেও সরকারি কর্মচারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সরকারি কর্মচারীদেরকে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণ করতে বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

আরও বলা হয়েছে, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে সরকারি কর্মচারীদের। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না।

জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করে পোস্ট দেওয়া যাবে না। লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য প্রকাশ করা যাবে না। জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয় শেয়ার করা যাবে না।

ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। অন্য কোনো রাষ্ট্র সম্পর্কে বিরূপ মন্তব্য সংবলিত কোনো পোস্ট শেয়ার দেওয়া যাবে না।

পরিপত্রে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো অপব্যবহারের জন্য কর্মচারীরা নিজে দায়ী থাকবেন এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে নির্দেশনা জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর বিভিন্ন সময় ওই নির্দেশনা পরিমার্জন করা হয়।

সৌরভের টেস্ট অভিষেকের আগের দিনের স্মৃতি

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘরবন্দী সময়ে নস্টালজিয়ায় বোধ হয় পেয়ে বসেছে সৌরভ গাঙ্গুলীকে। হয়তো আরপাঁচ জনের মত অতীতের সুখোকর স্মৃতি মনে করে দুঃসময়ে মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে চেয়েছেন সফল এ সাবেক অধিনায়ক।

ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর টেস্ট অভিষেকের আগের দিনের একটি দুষ্প্রাপ্য ছবি।

১৯৯৬ সালের ২০ জুন ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয় সৌরভের। অভিষেকেই দারুণ এক সেঞ্চুরি করে নিজেকে চেনাতে সক্ষম হন তিনি। ক্রিকেট দুনিয়াকে নতুন বার্তা দেন, দুই-একটি ম্যাচ খেলে ঝরে পড়ার জন্য নয়, তিনি এসেছেন ইতিহাসে জায়গা করে নিতে।

সৌরভ গাঙ্গুলী ইনস্টাগ্রামে যে ছবিটা পোস্ট করেছেন, সেটি অভিষেকের ঠিক আগের দিন। ততক্ষণে তিনি জেনে গেছেন পরের দিনটা তাঁর জন্য অগ্নিপরীক্ষা। মনে মনে বড় কিছু করার সংকল্পতো সেদিন তাঁর ছিলই। কিন্তু সেই সংকল্প দিয়ে তাঁর অভিষেকটা যে স্বপ্নময় করে তুলবেন, সেটি কী সৌরভ ওই মুহূর্তে ভেবেছিলেন?

ছবিটিতে দেখা যাচ্ছে, লর্ডসের অনুশীলন নেটে বোলিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সৌরভ। পরনে ভারতীয় ক্রিকেট দলের সোয়েটার আর অনুশীলনের জার্সি। ইনষ্টাগ্রামে লিখেছেন, ‘স্মৃতি। ১৯৯৬ সালে টেস্ট অভিষেকের আগের দিন লর্ডসে অনুশীলন।’

অভিষেক টেস্টে তিন নম্বরে ব্যাট হাতে নেমেছিলেন সৌরভ। করেছিলেন ১৩১ রান। ৩০১ বলে ২০টি চারে চোখ ধাঁধিয়েছিলেন সেদিন লর্ডসের দর্শকদের। দ্বিতীয় বাঙালি হিসেবে তাঁর সেই টেস্ট সেঞ্চুরিটি চিরদিনের প্রেরণা হয়ে রয়েছে।

সৌরভ ১১৩টি টেস্ট আর ৩১১ ওয়ানডে খেলে ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কদের মধ্যে অন্যতম। ম্যাচ ফিক্সিংয়ের কালো সময়ে তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের ভার নিয়েছিলেন। অনেকের মতে, তাঁর সময় ভয়হীন ক্রিকেট খেলায় মনোযোগী হয় ভারতীয়রা। তার ক্যারিয়ারে ১৮ হাজারের বেশি রান আর ৩৮ সেঞ্চুরি রয়েছে।

পানিতে ডুবে শিশু মৃত্যু

0

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের গ্রামে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পূর্ব-নওমালা গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম মরিয়ম। সে একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে মরিয়ম ঘরের সামনে বসে খেলছিল। এক পর্যায়ে বাড়ির লোকদের অগোচরে বসত ঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে খোজাখুজি শুরু হয়। দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। শিশুর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক জানান, শিশুটিকে ক্লিনিকে আনার আগে মার গেছে।

দিল্লির কোয়ারেন্টাইন থেকে তাবলিগের মুসল্লিরা মুক্তি পাচ্ছে

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের দিল্লি সরকার সেখানে কোয়ারেন্টিনে থাকা তাবলিগ জামাতের ৪ হাজার সদস্যকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যেই তাবলিগ সদস্যদের মুক্তির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে তারা।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, গত মার্চে তাবলিগ জামাতের প্রধান মার্কাজ নিজামুদ্দিনে এক সমাবেশের পর অনেকেই করোনায় আক্রান্ত হন। এরপর তাবলিগের এ বিপুল সংখ্যক সদস্যকে কোয়ারেন্টিনে রাখে দিল্লি সরকার। কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হওয়ায় তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।

দিল্লি সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, নিজামুদ্দিন মার্কাজ নিয়ে তদন্ত চলায় কোয়ারেন্টাইনে থাকাদের কয়েকজনকে পুলিশের কাছে তুলে দেওয়া হতে পারে। বাকিদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দর জৈন জানান, পুলিশের তদন্তে যাদের প্রয়োজন নেই, সেই সকল তাবলিগ জামাত সদস্যদের এবার বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে।

কোয়ারেন্টিনে থাকা ৪ হাজার তাবলিগ সদস্যের মধ্যে ৯০০ জনের বাড়ি দিল্লিতে। তাদেরকে আগে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে দিল্লি সরকার যোগাযোগ করছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

করোনা আক্রান্ত পরিবারের পাশে পাঁচবিবি ছাত্রলীগ

0

 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লকডাউনে থাকা পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের নেতারা খাদ্য সামগ্রী নিয়ে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের করোনা আক্রান্ত পরিবার ও তাদের সাথে লকডাউনে থাকা পরিবার গুলোর কর্তাদের সাথে দেখা করেন। তাদের জন্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেলসহ ত্রাণ সামগ্রী প্রদান করেন ছাত্রলীগের নেতারা। এ ছাড়া করোনায় আক্রান্তদের জমির পাকাধানও কেটে মাড়াই করে দেন।

এ সময় বালিঘাটা ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বালিঘাটা ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি নুরুজ্জামান চৌধুরী বিপ্লব জানান, পাঁচবিবিতে করোনাভাইরাসে আক্রান্তের পরিবার ও তাদের চার প্রতিবেশীর পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে। লাকডাউনে থাকা করোনায় আক্রান্তদের পরিবার ও তাদের প্রতিবেশীদের জমির ধান কাটাসহ ত্রাণ সামগ্রী দিয়ে ছাত্রলীগ যুবলীগ সহায়তা করছে।

নতুন করে করোনায় আক্রান্ত সাত’শ জন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৭০৬ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২ হাজার ৪২৫ জনে দাঁড়িয়েছে। এক দিনে ১৩০ জন সুস্থ হয়েছেন। সবমিলিয়ে এক হাজার ৯১০ জন সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হলেও করোনাভাইরাস এখন গোটা বিশ্বেই তান্ডব চালাচ্ছে। ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল মারাত্মকভাবে ভুগছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৩৪ হাজার প্রায়। মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ ৬৫ হাজার। তবে ১৩ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে চলছে ছুটি। বন্ধ বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। কিন্তু সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। এছাড়া ঈদের আগে শর্তসাপেক্ষে শপিংমল খোলা রাখার সিদ্ধন্ত হয়েছে। গত বুধবার শর্তসাপেক্ষে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছে।

কোনো দেশেই করোনা নিয়ে রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি – ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারি মোকাবিলায় পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি। যা হয়েছে তা হচ্ছে শুধুমাত্র ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স। বিএনপি এখনো নেতিবাচক রাজনীতির বৃত্তে আঁটকে আছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকাল এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর বলে মন্তব্যও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, টেলিভিশন না থাকলে তাদের রাজনীতি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়তো। গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে।

দেশের এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এই নেতা। ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারে নয়, কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেন কাদের।

করোনা মহামারীতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আত্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৯০ জন রোগী।

দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে। এ সময়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭১৯ জনে।

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত ব্রিফংয়ে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

নাসিমা জানান, নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী, দুজন ঢাকার এবং একজন ঢাকার বাইরের, দুজন ষাটোর্ধ্ব এবং একজন চল্লিশোর্ধ্ব।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ২৪১টি নমুনা। এ নিয়েদেশে মোট নমুনা পরীক্ষা করা হল ৯৯ হাজার ৬৪৬টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মঙ্গলবার করোনায় একজনের মৃত্যু হয়। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে নতুন করে আক্রান্ত হন ৭৮৬ জন।

গত বছরের ১৭ ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩৭ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ ৫৮ হাজার। তবে প্রায় সাড়ে ১২ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গুজব ছড়ানোয় কার্টুনিস্টসহ দুইজন আটক

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

জনমনে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রবাসী সাংবাদিক ও কার্টুনিস্টসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই জনকে আটক করেছে আইন শৃংখলা রক্ষা কারী বাহিনী।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মমলায় আসামি করা হয়েছে, কার্টুনিস্ট আহম্মেদ কবির কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, তথ্যপ্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মোঃ দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ, আসিফ মহিউদ্দীন।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, এই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলার আসামী কার্টুনিস্ট কবির কিশোরকে কাকরাইল ও মুশতাক আহমেদকে লালমাটিয়ার বাসা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে আটকদের থানায় হস্তান্তর কওে র‌্যাব ।

তিনি বলেন, র‌্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ডের কোনো আবেদন নেই।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, র‌্যাব-৩ এর ডিএডি জহিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, র‌্যাব-৩ পর্যালোচনা করে দেখেছেন আই এম বাংলাদেশী (ইংরেজি হরফে লেখা) পেজের অ্যাডমিন সায়ের জুুলকারনাইন, আমি কিশোর, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও মোস্তাক আহম্মেদ নামে পাঁচজন দীর্ঘদিন ধরে ওই ফেসবুক পেজটি পরিচালনা করে আসছেন।
এই ফেসবুক পেজ থেকে জাতির জনক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহামারী সম্পর্কে গুজব, রাষ্ট্র/সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিপ্রায়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। অপপ্রচার বা মিথ্যা জেনেও তাঁরা গুজবসহ বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছিলেন। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেছে র‌্যাব।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩০ মে পর্যন্ত

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে।

গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন জানিয়েছেন, রোজা ও ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।

সচিব বলেন, করোনাভাইরাসের কারণে এক মাসের বেশি সময় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্ধারিত ভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে বার্ষিক শিক্ষাপঞ্জি হিসেবে রোজার ছুটি শুরু হয়েছে। এরপর ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। সব মিলে আগামী ৩০ মে’ পর সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।

তিনি বলেন, এ বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশনা দেয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্তু বর্ধিত করে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রী সম্প্রতি তার বক্তব্যে জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়বে কি না তা পরে যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে ব্যবস্থা নেয়া হবে।

সোমবারের সরকারি ছুটির আদেশে বলা হয়, ৭ থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বৌদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। এর আগে গত ২৩ এপ্রিল সাধারণ ছুটি ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বর্ধিত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তা বাড়িয়ে ১৬ মে করা হলো।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম ভাইরাসে আক্রান্ত রোগী সনক্তের পর প্রথম গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে দফায় দফায় ছুটি বাড়ানো হয়।

সর্বশেষ সংবাদ

খোকসায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত ৮টার দিকে...

বিদ্যালয়ের গাছে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে একটি বিদ্যালয়ের গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক...

মাদকবিরোধী অভিযানে বাধার মুখে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বাহিনী

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক বিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধা মুখে পরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাজারের ভক্ত অনুসারীরা এ ঘটনা...

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত...

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

স্টাফ রিপোর্টার একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে...