শৈলকুপা প্রতিনিধি
শৈলকুপা উপজেলা পরিষদের আসন্ন উপনির্বাচন সমনে রেখে উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়ন হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষকলীগের এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোর্য়াদার, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন জাহিদুন্নবী কালু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মতিয়ার রহমান।
সভায় আগামী ২৮ ফেব্রুয়ারী উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শেফালী বেগমকে নৌকা প্রতীকে বিজয় নিশ্চিত করার জন্য কৃষকলীগের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।