কুমারখালীতে গাছ থেকে পরে দিনমজুরের মৃত্যু

0
144
Tree-fol-dro-18-p5
প্রতীকি ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দেবদারুর ডাল কাটার সময় গাছ থেকে পরে ইছা হক (৫৫) নামের এক দিনমজুর মারা গেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মোজা খাঁ’র বাড়িতে কাজ করা সময় দিনমুজুর ইছা হক মারা যায়। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত গফুর শেখের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, ইছা হক উত্তর চাঁদপুর গ্রামের হোসেন মেম্বরের বাড়িতে সারাদিন কাজ শেষে বিকালে বাড়িতে ফির ছিলেন। এক পর্যাযে গ্রামের মোজা খাঁ’র স্ত্রী তাকে ডেকে ৩টি দেবদারু গাছের ডাল কারর জন্য বলে। ৫০ টাকা হাজিরার বিনিময়ে ইছা হক কাজ শুরু করে। দ্বিতীয় গাছে ওঠার সময় ওই শ্রমিক গাছ থেকে পরে যায় । স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল নেবার পথে সে মারা যায়।

নিহতের ছোট ভাই ইউনুছ আলী বলেন, বিকালে অন্য জায়গা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে মোজা খা’র দেবদারু গাছের ডাল কাটতে ওঠে। ডাল কাটার সময় গাছ থেকে পড়ে তার ভাই মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, ইছা হক দিনমজুর হলেও এলাকার সবাই তাকে খুব ভালোবাসত। তার আচার- আচারণ খুব ভাল ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম বয়ছে।

মোজা খাঁ বলেন, বিকালে ইছা হক তার গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে মারা গেছেন।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, গাছের ডাল কাটতে গিয়ে ইছা হক নামের একজন দিনমজুরের মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছেন। তবে লিখিত কোন অভিযোগ পাননি।