গাংনী বাজারে অগ্নিকান্ডে, পুড়ে গেছে ১২ দোকান ও বাড়ি

0
169
ছবি সংগ্রহ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে অগ্নিকান্ডে ১২ দোকান গুদাম ও বাড়ি পুড়ে গেছে।

রবিবার বেলা ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিতে আনেন।

স্থানীয়রা জানান, গাংনী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় মনিরুল বেডিংসহ কয়েকটি বেডিং স্টোরের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহুত্যের মধ্যে আশপাশের ১০-১২টি দোকানে ও দু’টি বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও মেহেরপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে এরইমধ্যে বেডিং স্টোর, কসমেটিকসহ বিভিন্ন দোকানের অর্ধকোটি টাকার মালামাল আগুনে পুড়ে যায়।

মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শরিফুল হাসান ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে আগ্নিকা-ের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে জানানো হবে। তবে অগ্নিকা-ে প্রায় অর্ধকোটির টাকা ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।