খোকসায় পুলিশ প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা

0
124

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে – এমপি জর্জ

স্টাফ রিপোর্টার

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কাল্পনিক কোন গল্প নয়, এটি ছিল বাঙালি জাতির দিক দির্দেশক। উন্নয়নশীল দেশ গড়তে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ ভুলে, ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান খোকসা-কুমারখালী আসনের ক্ষমতাসীন দলের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

রবিবার বিকাল পুলিশ প্রশাসনের উদ্যোগে খোকসা থানা ক্যাম্পাসে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ এ আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন, খোকসা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।