চামচিকা

0
464

চামচিকা। এদের বৈজ্ঞানিক নাম Pipistrellus Coromandra  তারা Vespertilionidae পরিবার ভুক্ত। এদের বন্য জীবন সারণত ৯ বছর ধরা হয়। এরা ঝাক বেঁধে বসবাস করে। বিকাল হলেই বিকট আওয়াজে বাসস্থান মাতিয়ে তোলে। রাতে আহার করে। এরা বিলুপ্ত প্রজাতের পাখির মধ্যে পরে। রবিবার সন্ধ্যায় খোকসার হিজলাবট গ্রামের একটি পরিতাক্ত ভবন থেকে ছবি গুলো তোলা হয়।

পরিতাক্ত ভবরেনর ছাদের সাথে ঝুলে আছে কয়েক হাজার চামচিকা।
পরিতাক্ত ভবরেনর ছাদের সাথে ঝুলে আছে কয়েক হাজার চামচিকা।
ছবি গুলো দ্রোহ ক্যামেরা পার্সনের তোলা।