দ্রোহ বিনোদন ডেস্ক
প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ইমাম জাফর নোমানী।
তিনি জানান, চারদিন ধরে তার মা অসুস্থবোধ করছিলেন। ৭ এপ্রিল তার করোনা টেস্ট করালে রিপোর্ট ‘পজিটিভ’ আসে। তবে মায়ের তেমন কোনো শারীরিক সমস্যা নাই। শুধু কিছুটা শ্বাসকষ্ট আছে। চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা চলছে।
লালনের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন ফরিদা পারভীন। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন।
২০০৮ সালে তিনি জাপান সরকারের প থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।