খোকসায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ

0
252
আহত ছাত্র রাহিম প্রামানিক

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের উপর শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির আহত ছাত্রের নাম রাহিম প্রামানিক। সে আমবাড়িয়া গ্রামের কায়েম প্রামানিকের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার আমবাড়িয়া গ্রামে গাছের ছায়ায় শিশুরা কপালে টিপ দেওয়া খেলা খেলছিল। সেখানে গ্রামের সব বয়সের লোক জড়ো হয়।হঠাৎ করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রাহিম প্রামানিক (১৪)র উপর ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামের দুই সন্তানের জনক আনিস। শিশু ছত্রেটিকে বেধরক মারপিট শুরু করে। তার সাথে যোগ দেয় একই গ্রামের হাবিব নামে আর এক যুবক। দু’জনে মিলে স্কুল ছাত্রটিকে মাটিতে আছড়াতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসী ও শিশুর পরিবারের লোকেরা প্রতিবাদ করলে হামলাকারীদের কবল থেকে সে মুক্তি পায়। স্থানীয়রা গুরুতর আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত ছেলের বিছানার পাশে বসে শিশুটির মা জাহিদা

হাসপাতালে চিকিৎসাধিন আহত ছেলের বিছানার পাশে বসে শিশুটির মা জাহিদা ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, ইতিপূর্বেও হাবিব তার ছেলেকে পানিতে চুবিয়ে রেখেছিল। এবারেও কোন কারণ ছাড়াই তারা শিশুটির উপর হামলা করে। কয়েকবার মাটিতে আছাড় মারে। প্রথমে সে একা প্রতিবাদ করে ছেলেকে রক্ষা করতে পারেন নি। পরে গ্রামবাসীর সহায়তার শিশুটি রক্ষা পায়। তিনি এ ঘটনায় মামলা করবেন।