কুমারখালীতে পুলিশ হেফাজতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

0
113
কুমারখালীতে সাংবাদিকদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ হেফাজতে এটিএন বাংলার ক্যামরো পার্সন নাজমুস হাসিবকে নির্যাতনের ঘটনায় সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২ টায় কুমারখালী শহরের বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবশে করেন সাংবাদকিরা।

এ সময় অনলাইন ইউনাইটডে প্রেসকাবের সাধারণ সম্পাদক নাহদি হাসান তিতাস, সহ সভাপতি মুন্সী শাহীন আহম্মদে জুয়েল, কুমারখালী কাঙাল হরনিাথ প্রেসকাবের সভাপতি কে এম আর শাহীন, সাধারন সম্পাদক লিপু খন্দকার, এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি কে এইচ তুহনি আহম্মদে, দীপ্ত টিভিরি কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, যমুনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দনি লালন, দৈনিক সত্য খবর পত্রকিার বার্তা সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, ভয়েস অফ কুষ্টিয়ার নির্বাহী সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল (শুভ), বাংলাদশে টু ডে ও আজকরে পত্রিকার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেেশ বক্তারা বলনে, থানা হাজতে সাংবাদকি নির্যাতনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সাংবাদিক নির্যাতনের বিষয়ে জানতে চাওয়া হলে কুমারখালী থানার পরির্দশক (তদন্ত) রাকিব হাসান জানান, যৌথ অভিযানে ঘটনাস্থল থেেক তাকে আটক করা হয়। থানায় নিয়ে এসে তাকে নির্যাতনের অভিযোগ সঠিক নয়।

প্রসঙ্গত গত বুধবার সকালে উপজলোর বাগুলাট ইউনয়িনরে শালঘর মধুয়া গ্রামে আওয়ামী লীগরে দুই গ্রæপের সংঘর্ষে এক পুলিশসহ তিন আহত হন। এ ঘটনায় পুলিশ সময় এটিএন বাংলার ক্যামেরা পার্সন হাসিবসহ ৯ জনকে আটক করে। বৃহস্পতিবার আটককৃতদের সংঘর্ষ ও পুলিশের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।