কুষ্টিয়ার মেয়ে স্মৃতি ভারতে করোনায় মারা গেছেন

0
141
চিকিৎসা নিতে যাওয়া মাকে সন্তানের শেষ স্পর্শ। বেনাপন স্থলবন্দর দিয়ে ভারতে যওয়ার সময় ধারণ করা ভিডিও থেকে ছবিটি সংগ্রহ।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মেয়ে শারমিন আক্তার স্মৃতি (৩২) ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুক্রবার বিকালে কলকাতার বর্ধমানে ফরটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্মৃতি জেলা সদরের মঙ্গলবাড়িয়ার মঞ্জুর চিশতীর স্ত্রী। কিডনি সমস্যার চিকিৎসা নিতে স্বামীর সঙ্গে গত ২০ মার্চ বেনাপোল হয়ে ভারতে যান। পরে তার করোনা ধরা পড়ে।

প্রয়াত স্মৃতির মামা নুরুন্নবী বাবু কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সময়ের কাগজের সম্পাদক। তিনি জানান, বর্ধমানে কিডনির চিকিৎসা চলাকালে এক সপ্তাহ আগে স্মৃতির করোনা পজিটিভ ধরা পড়ে। পরিস্থিতির অবণতি হলে গত চারদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার নেয়া হয় আইসিইউতে। শুক্রবার বিকালে তার মৃত্যুর খবর আসে। স্মৃতির মরদেহ বাংলাদেশেই দাফন করা হবে জানিয়ে নুরুন্নবী বাবু বলেন, মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে আনার উদ্যোগ নেয়া হচ্ছে।

প্রসঙ্গত গত বছরের ১৮ ডিসেম্বর স্মৃতির মা শাহানা খাতুনও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।