কুষ্টিয়ার লালন শিল্পীরা করোনাকালীন ত্রাণ পেলেন

0
110
প্রধানমন্ত্রীর ত্রানপেলেন লালন শিল্পীরা।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর করোনাকালীন ত্রাণ সহায়তা পেয়েছেন অসচ্ছল লালন সঙ্গীত শিল্পীরা।

শনিবার দুপুরে ছেঁউড়িযায় লালন একাডেমীতে ৬৯ জন লালন সঙ্গীত শিল্পীর হাতে প্রধানমন্ত্রীর এ ত্রাণ সামগ্রী তুলেদেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প থেকে শিল্পীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ২৫ জন অসচ্ছল সঙ্গীত শিল্পীর মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।