Home breaking news কুষ্টিয়ায় রাজস্ব ফাঁকি দেওয়া বিড়ি-জদ্দা আটক

কুষ্টিয়ায় রাজস্ব ফাঁকি দেওয়া বিড়ি-জদ্দা আটক

0
183

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দেওয়া ৫ লাখ শলাকা বিড়ি ও ৬০ কেজি জর্দা আটক করেছে।

যশোর ভ্যাট কমিশনার জাকির হোসেন রবিবার সাংবাদিকদের জানান, যশোর ভ্যাট কমিশনারেটের আওতাধীন কুষ্টিয়া সার্কেলের কর্মকর্তারা এই বিড়ি ও জর্দা আটক করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবারে কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের রাজস্ব কর্মকর্তা নওশের আলী মুন্সীর নেতৃত্বে নিবারক দল ভেড়মারা উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়।

আটককৃত বিড়ি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২, ভেড়ামারা দপ্তরে জমা করা হয়েছে। এ বিষয়ে মূসক আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে ।