Home breaking news কুষ্টিয়ায় হতদরিদ্র মায়েরা পেলেন ডিসির ঈদ উপহার

কুষ্টিয়ায় হতদরিদ্র মায়েরা পেলেন ডিসির ঈদ উপহার

0
105
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার জেলা প্রশাসক বিশ্ব মা দিবসে হতদরিদ্র মাদের ঈদের উপহার দিয়েছেন।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকে অনুষ্ঠিত আলোচনা সভায় ১০ জন হতদরিদ্র মায়ের হাতে ঈদ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলাম। কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর এ আলোচনা সভার আয়োজন করে।

জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, অসহায় মায়ের মুখে হাসি ফোটানো ও তাদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এই আয়োজন। ঈদের আনন্দ আমরা যেমন উপভোগ করব তেমনি অসহায় মায়েরা হাসিমুখে ঈদের আনন্দ উপভোগ করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।